চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনা
বুধবার, ২০ জুন ২০১৮



--- প্রথম ম্যাচ আইসল্যান্ডের সাথে ড্র করে এক ধরনের বিপাকে পড়ে গেছে আর্জেন্টিনা। তুলনামূলক বড় দল ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে আর পা হড়কানোর সুযোগ নেই তাদের। এই চ্যালেঞ্জটার কথা জেনেই তাদের দল প্রস্তুত হচ্ছে বলে জানালেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মের্কাদো।

এদিকে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনা দলে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ হোর্হে সাম্পাওলি। আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্রয়ের পর সোমবার করা প্রথম অনুশীলন সেশনেই দলকে ভিন্ন কৌশলে সাজিয়েছিলেন সাম্পাওলি।

গাব্রিয়েল মের্কাদো, নিকোলাস ওতামেন্দি এবং নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে তিন সেন্ট্রাল ডিফেন্ডারের ছক পরীক্ষা করেছেন কোচ। চার ডিফেন্ডার নিয়ে খেলা আইসল্যান্ড ম্যাচে রোহোর পারফরম্যান্স ছিল খারাপ; তার বদলে মের্কাদোকে নিয়েছেন কোচ।

অনুশীলনে উল্লেখযোগ্য পরিবর্তন দুই মিডফিল্ডার লুকাস বিগলিয়া ও আনহেল দি মারিয়ার বাদ পড়া। বিগলিয়ার বদলে কোচ নিয়েছেন মার্কোস আকুনাকে; লেফট উইংয়ে খেলেছেন তিনি।

হাভিয়ের মাসচেরানো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই খেলবেন। রাইট ব্যাক এদুয়ার্দো সালভিওকে উপরে তুলে উইং-ব্যাকে খেলিয়েছেন সাম্পাওলি। সংবাদ সম্মেলনে কোচের কৌশল বদল নিয়ে কথা বলেন মের্কাদো, ‘হ্যাঁ, আমরা ভিন্ন কৌশল নিয়ে কাজ করেছিলাম। উইং বা মাঝমাঠ মিলিয়ে পাঁচজনের একটা লাইন ধরে নিয়ে কাজ করেছিলাম। প্রত্যেক ম্যাচ আলাদা কিছু দাবি করে। যদি এটা পাঁচজনের লাইন হয়, তাহলে আমরা সেটা করব-যদি চারজনের হয়, সেটা করব। আমরা কিভাবে খেলব, সেটা চূড়ান্ত করার জন্য আমাদের হাতে কয়েকটা দিন আছে।’

মনে হচ্ছে ডি মারিয়ার বদলে কোচ বেছে নিতে পারেন আইসল্যান্ড ম্যাচে বদলি নেমে ২০ মিনিটের খেলা দিয়ে কোচকে খুশি করা ক্রিস্তিয়ান পাভোনকে। ২২ বছর বয়সী এই খেলোয়াড় কোচের চূড়ান্ত সিদ্ধান্ত শোনার অপেক্ষায়, ‘আমি মনে করি, হোর্হে সব পজিশনই খুঁটিয়ে দেখছেন। দেখা যাক কি হয় এবং ওই দিন তিনি কি সিদ্ধান্ত নেন। আমি আত্মবিশ্বাস অনুভব করছি এবং সৌভাগ্যক্রমে বিষয়গুলো আমার জন্য ভালো যাচ্ছে কিন্তু আমি এখনও জানি না শুরুর একাদশে থাকব কিনা।’

এদিকে মের্কাদো বলছেন, তারা ক্রোয়েশিয়ার কাছ থেকে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, সেটা জানেন। মের্কাদো বলছেন, তাদের চেয়ে বেশি পরিস্থিতি নিয়ে কেউ উদ্বিগ্ন নন, ‘আমাদের চেয়ে বেশি করে এখন বাছাইপর্ব কেউ পার হতে চাচ্ছে না। আমরা জানি, ক্রোয়েশিয়া খেলার নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইবে। আমরাও চেষ্টা করবো খেলার নিয়ন্ত্রণ নিতে। আমরা চেষ্টা করবো, ওদের অর্ধে খেলাটা খেলতে এবং নিজেদের এলাকায় ডিফেন্স কম করতে।’

আর্জেন্টিনা কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১২ ম্যাচে কখনও একই একাদশকে টানা খেলাননি সাম্পাওলি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশের সম্ভাব্য বাকি চারজন লিওনেল মেসি, উইলি কাবাইয়েরো, মাক্সিমিলিয়ানো মেসা ও আইসল্যান্ড ম্যাচে গোল করা সের্হিও আগুয়েরো। ‘ডি’ গ্রুপে শীর্ষে রয়েছে নাইজেরিয়াকে ২-০ গোলে হারানো ক্রোয়েশিয়া।-বিডি নিউজ ও ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ১২:৪৭:৫৩   ৩৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ