দশম জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির
৫৫তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম, বীর উত্তম এর
সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও এম আব্দুল লতিফ বৈঠকে
অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন
(বিএসসি) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা
হয়।
ভোজ্য তেল খালাস করার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত
হয়েছে নতুন জেটি ডলফিন অয়েল জেটি-৩ (ডিওজে-৩)। এতে করে তেল খালাস
সহজতর হয়েছে বলে রমজান মাসে তেল এর দাম স্থিতিশীল ছিল বলে বৈঠকে উল্লেখ
করা হয় । এছাড়াও কমিটি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে এবং
ঝুঁকি হ্রাস করতে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণপূর্বক প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট
সরবরাহের জন্য ব্যবস্থা নিতে সুপারিশ করে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ
মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত
ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:১২:০৩ ৩৬৪ বার পঠিত