‘এসো নতুন রঙে আঁকি বাংলাদেশ’ আর্ট ক্যাম্পেইনটির শুভ সূচনা করেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘এসো নতুন রঙে আঁকি বাংলাদেশ’ আর্ট ক্যাম্পেইনটির শুভ সূচনা করেন স্পীকার
বুধবার, ২০ জুন ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে ইনোভেটিভ গ্যারেজের আর্ট ক্যাম্পেইন কমিটির আহবায়ক মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীবৃন্দ আজ জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

‘এসো নতুন রঙে আঁকি বাংলাদেশ’ এর চিত্রকর্মটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত বাংলাদেশের মানচিত্র চিত্রায়িত হবে। এতে ত্রিশ লক্ষ মানুষ রং তুলির ছোঁয়ায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য, চিত্রকর্মটি বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের প্রতি উৎসর্গ করা হবে।

এ সময়ে স্পীকার আর্ট ক্যাম্পেইনটি রং তুলির আঁচড় দিয়ে শুভ সূচনা করেন।

স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা।

চিত্রকর্মটির মাধ্যমে বাংলাদেশ বিশ্বে নতুন পরিচিতি পাবে বলে স্পীকার আশাবাদ ব্যক্ত করেন। তরুণদের অনুপ্রেরণা দিয়ে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ সময় তিনি মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।

আয়োজক কমিটির আহবায়ক বলেন, এ চিত্রকর্মের মাধ্যমে বাংলাদেশ অর্জন হবে দুইটি- প্রথমত এটি হবে বিশ্বে সর্বাধিক মানুষের অংশগ্রহণে চিত্রিত কোন চিত্রকর্ম এবং দ্বিতীয়ত বৃহত্তম মানচিত্র। চিত্রকর্মটি গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডের প্রতিযোগিতা অংশগ্রহণ করবে বলেও তারা উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২২:১৮:৫৯   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ