রাশিয়া বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে আজ শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচের ধাক্কার পরে এই ম্যাচটি এখন আর্জেন্টিনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এমন বিগ ম্যাচে আনহেল ডি মারিয়া এবং মার্কোসকে ছাড়াই মাঠে নামতে পারে জর্জ সাম্পাওলির শীষ্যরা।
আজকের ম্যাচে ৩-৪-৩ ফরমেশনে দলকে খেলাবেন জর্জ সাম্পাওলি। যার কারণে বাদ পড়তে পারেন ডি মারিয়া, মার্কোস রোহো অথবা লুকাস বিগলিয়ারা। তাদের বদলে একাদশে আসতে পারেন মাক্সিমিলিয়ানো মেসা অথবা এনজো পেরেজ।
আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করা আর্জেন্টিনার এখন ১ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিন নম্বরে। আর নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষে আছে ক্রোয়েশিয়া।যার কারণে আজ ক্রোয়েশিয়াকে মেসিদের কাটাই বলা যায়। নোভগোরদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
এক নজরে আর্জেন্টিনার একাদশ:
উইলি কাবাইয়েরো, গাব্রিয়েল মার্কাদো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, হাভিয়ার মাসচেরানো, মাক্সিমিলিয়ানো মেসা/এনজো পেরেজ, ক্রিস্তিয়ান পাভন, এদুয়ার্দো সালভিও, লিওনেল মেসি, সের্জিও আগুয়েরো।
বাংলাদেশ সময়: ১২:১৭:২০ ২০৪ বার পঠিত