নারায়ণগঞ্জের ফতুল্লার শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশের করা তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের পেশাদার তিন সাংবাদিক।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে ওই তিন সাংবাদিক হাজির হলে আদালত তিনজনকেই আইনজীবীর জিম্মায় জামিন দেন।
তিন সাংবাদিক হলেন- দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক সম্পাদক হাবিবুর রহমান বাদল, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার প্রকাশক সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল ও দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জে আরেক ‘নূর হোসেন ফতুল্লার গডফাদার পলাশ ও তার চার খলিফা’ শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এছাড়া একটি সংবাদের রেশ ধরে ডান্ডিবার্তা ও সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধানের বিরুদ্ধে ১০ কোটি, ইত্তেফাকের নারায়ণগঞ্জ সংবাদদাতা ও স্থানীয় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান বাদলের বিরুদ্ধে ৫ কোটি এবং দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েলের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করেন।
আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া জানান, ২১ জুন ছিল মামলার নির্ধারিত ধার্য তারিখ। এদিন বাদী ও তাদের আইনজীবী কেউ আদালতে উপস্থিত হননি। আমরা বিবাদীদের জামিন চেয়েছি। আদালত শুনানি শেষে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত বিবাদীদের জামিন দিয়েছেন।
অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু জানান, মামলাটি যে শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে সেটা প্রমাণিত। কারণ নির্ধারিত তারিখে বাদী ও তাদের আইনজীবী ছিলেন না। তাছাড়া সংবাদের কোথাও বাদীর নাম নেই। এতেই প্রতীয়মান যে, হয়রানির জন্যই বাদী মামলাটি করেছেন।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:৪২ ৩০৯ বার পঠিত