দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪৩তম বৈঠক কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি-এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, মোঃ আবু জাহির এমপি, মোঃ শিবলী সাদিক এমপি, এ, বি, এম রুহুল আমিন হাওলাদার এমপি এবং নাসিমা ফেরদৌসী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে গ্যাসের সার্বিক উৎপাদন ও বিতরণ, আমদানিকৃত এলএনজি জাতীয় গ্রীডে সরবরাহ ও এলএনজি মিশ্রিত গ্যাসের দাম নির্ধারণ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়েছে।
কমিটি ‘ব্লু ইকোনমি কর্তৃপক্ষ’ আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা পূর্বক আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৪ ৩৯৭ বার পঠিত