বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল
বলেছেন, দক্ষতা ও যোগ্যতার সাথে কার্য সম্পাদনের পাশাপাশি কর্মকর্তাদের
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং এভাবে জনগণের আস্থা অর্জন
করতে হবে; কারণ জনগণের কল্যাণের জন্যই জনপ্রশাসন।
মন্ত্রী আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের
সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীন সংস্থাসমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
(এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিমান ও পর্যটন সচিবের সাথে চুক্তিতে স্বাক্ষর করেন সিভিল
এভিয়েশনের চেয়ারম্যান এম নাইম হাসান, বাংলাদেশ বিমানের এমডি মোসাদ্দিক
আহমেদ, হোটেল ইন্টারন্যাশনাল লি. এর এমডি আলমগীর হোসেন, বাংলাদেশ
সার্ভিস লি. এর এমডি লুৎফর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান
আখতারুজ্জামান খান কবির এবং বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের পরিচালক
ওয়াহিদুজ্জামান।
বাংলাদেশ সময়: ২৩:০৮:৩৮ ৪০৫ বার পঠিত