প্রধানমন্ত্রী শখে হাসনিা জাতীয় ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল
প্রর্দশনী উপলক্ষে নিম্নোক বাণী প্রদান করছেনে :
কৃষি মন্ত্রণালয়রে উদ্যোগে জাতীয় ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল
প্রর্দশনী অনুষ্ঠতি হচ্ছে জনেে আমি আনন্দতি।
এবাররে প্রতপিাদ্য ‘অপ্রতিরোধ দশে অগ্রযাত্রা, ফলরে পুষ্টি যোগাবে
নতুন মাত্রা’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি ।
অনাদিকাল থেকে ফলদ বৃক্ষ মানবজাতরি জন্য খাদ্য, পুষ্টি ও বাসস্থানরে
ব্যবস্থা করে আসছে মানুষরে অস্তত্বি, মধো ও ঐতিহ্য রক্ষায় ফলরে ও
অকৃত্রমি ভূমিকা রয়েছে আমাদরে দশে মাটি ও জলবায়ু ফল চাষরে জন্য খুবই
উপযোগী। আমাদরে রয়েছে ফলরে সমৃদ্ধ ভাণ্ডার। আমাদরে দেশে ফলগুলো স্বাদে,
গন্ধে, পুষ্টতিে অতুলনীয়। তাছাড়া দেশিয় ফলগুলো স্বল্প যত্নইে চাষ করা যায় বলে
অর্থনৈতিক , র্কমসংস্থান ও পুষ্টি ববিচেনায় এসব ফল চাষরে গুরুত্ব অপরসিীম।
জাতরি পতিা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখছিলেন ক্ষুধা,
দরিদ্র্যমুক্ত, বষৈম্যহীন সােনার বাংলাদশে প্রতিষ্ঠির। জাতির পতি স্বপ্নকে
বাস্তবায়ন করতে আমরা কৃষিকে সবসময়ই বেশিষে গুরুত্ব দয়িে কৃষিবান্ধব নীতি ও
বাস্তবমুখী বিভিন্ন পদক্ষপে গ্রহণ করছে। সার, বীজসহ সব কৃষি উপকরণরে
মূল্যহ্রাস, কৃষকদরে সহজর্শতে ও স্বল্প সুদে ঋণরে সুযোগ সৃষ্ট, ১০ টাকায় ব্যাংক
অ্যাকাউন্ট খােলার সুযােগসহ কৃষকদরে নগদ সহায়তা, কৃষি যান্ত্রকিীকরণ ও ই-
কৃষির সম্প্রসারণ, গবষেণায় বেশিষে গুরুত্ব প্রদান করা হয়েছে ফলে সাম্প্রতকি
সময়ে কৃষিতে র্ঈষণীয় সাফল্য র্অজতি হয়েছে বভিন্নি শাকসবজি, ফলমূল উৎপাদনে
বাংলাদশে বিশ্বরে প্রথম কয়কেটি দশেরে মধ্যে স্থান করে নিয়েছে। আমাদরে এখন
পুষ্টি নিরাপত্তা নিশ্চতে আরাে সচষ্টে হতে হবে। বিভিন্ন দেশি ফলরে আবাদ বৃদ্ধরি
মাধ্যমে সারা বছর বিভিন্ন ফলরে প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। উপযােগী জাত ও
প্রযুক্তি উদ্ভাবনরে পাশাপাশি পরিবেশসম্মতভাবে নিরাপদ চাষ পদ্ধতি অবলম্বন
এবং ফলরে সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও প্রতিক্রিয়াজাতকরণরে ওপর বেশিষ গুরুত্ব
দেওয়া প্রয়োজন বলে মনে করে। আমি বিজ্ঞানী, সম্প্রসারণর্কমীসহ সংশ্লষ্টিদরে
এ আরো সচষ্টে হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।
আমি আশা করি, এই প্রর্দশনী ফলদবৃক্ষ ও পুষ্টরি জনসচতেনতা সৃষ্টি
করে সুস্থ জাতি গঠনে গুরুত্বর্পূণ ভূমিকা রাখবে।
আমি ৩৯;জাতীয় ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রর্দশনী ২০১৮্.৩৯;- এর
সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদশে চিরজীরী হোক।;
বাংলাদেশ সময়: ২৩:২২:০৪ ৩৮৩ বার পঠিত