অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে কৃষি উৎপাদন অনেক
বেড়েছে কিন্তু এখনও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। তিনি কৃষি উৎপাদন আরো
বৃদ্ধির জন্য গবেষণা ও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন।
অর্থমন্ত্রী আজ ঢাকায় কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি
অর্থনীতিবিদ সমিতি আয়োজিত “২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত
বাজেট পর্যালোচনা” বিষয়ক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা
করছিলেন।
মন্ত্রী বলেন, এদেশের কৃষকেরা অত্যন্ত দক্ষ। তারা অভিজ্ঞতার আলোকে কৃষি
উৎপাদন অনেক বাড়িয়েছে। আগে একবার ফসল হতো, এখন তিনবার ফসল হয়।
তিনি আরো বলেন, দেশে ভুট্টার উৎপাদন বেশ বেড়েছে, কিন্তু আবহাওয়ার সমস্যার
কারণে গমের উৎপাদন বাড়ানো যাচ্ছে না।
কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব
সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের
সদস্য ড. শামসুল আলম, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ এমেরিটাস অধ্যাপক এম এ
সাত্তার ম-ল এবং সমিতির মহাসচিব অধ্যাপক এম কামরুজ্জামান।
বাংলাদেশ সময়: ২২:১৯:৫৩ ৩৭৯ বার পঠিত