দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,
বীরবিক্রম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় স্বার্থে উন্নয়নের
ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের এজন্য এখন
থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।
মন্ত্রী আজ মতলব উত্তরের নিজ বাসভবনে মতলব উত্তর ও দক্ষিণের নির্বাচিত
জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। মতলব উত্তর ও দক্ষিণের
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও মেম্বারগণ এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় দল। হয়তো সবাই সমভাবে
মূল্যায়িত নাও হতে পারেন। তাই বলে নিজেদের মধ্যে দলাদলি, রেষারেষি করে
নির্বাচনে নিষ্ক্রিয় থাকা বা বিরোধী দলকে সুযোগ করে দেওয়া যাবে না।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দলীয় নেতৃবৃন্দ, নির্বাচিত চেয়ারমান ও মেম্বারদের
মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার অনেক
কাজ করেছে, সরকারের অনেক অর্জন রয়েছে। কেউ যাতে এলাকায় আইন শৃঙ্খলা
পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এ বিষয়ে
নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২:২৯:৪০ ২৬৯ বার পঠিত