আইসল্যান্ডকে হারিয়ে লড়াই জমিয়ে তুলল নাইজেরিয়া

প্রথম পাতা » খেলাধুলা » আইসল্যান্ডকে হারিয়ে লড়াই জমিয়ে তুলল নাইজেরিয়া
শুক্রবার, ২২ জুন ২০১৮



---আহমেদ মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে হারিয়ে লড়াই জমিয়ে তুলল নাইজেরিয়া। রাশিয়া বিশ্বকাপে শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ডকে ২-০ গোলে হারালো আফ্রিকার এই দলটি। নাইজেরিয়ার জয়ের ফলে জমে উঠল ‘ডি’ গ্রুপের লড়াই। এই গ্রুপ থেকে ইতোমধ্যে ক্রোয়েশিয়া দ্বিতীয় রাউন্ডে উঠেছে। বাকি একটি স্থানের জন্য এখন লড়াইয়ে টিকে রয়েছে তিনটি দল।

আগামী ২৬ জুন ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আইসল্যান্ড। আর নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এদিন যদি নাইজেরিয়া জয় পায় তাহলে তারা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে। আবার আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়ার কাছে হারে এবং নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পায় তাহলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠবে।

আবার ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচটি যদি ড্র হয় এবং নাইজেরিয়া-আর্জেন্টিনা ম্যাচটি ড্র হয় তাহলে নাইজেরিয়া দ্বিতীয় রাউন্ডে উঠবে। আবার আইসল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে হারায় এবং নাইজেরিয়াকে আর্জেন্টিনা হারায় তাহলে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের মধ্যে যারা গোল ব্যবধানে এগিয়ে থাকবে তারাই দ্বিতীয় রাউন্ডে উঠবে। এর আগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল নাইজেরিয়া। আর আর্জেন্টিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আইসল্যান্ড।

আজ ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দল। কিন্তু বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় নাইজেরিয়া। ম্যাচের ৪৯তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোলটি করেন আহমেদ মুসা। এরপর ৭৫তম মিনিটে আহমেদ মুসা তার দ্বিতীয় গোলটি করেন। ডি-বক্সের মধ্যে থেকে তিনি গোলরক্ষককে কাটিয়ে সহজে বল জালে পৌঁছে দেন। গোলরক্ষক পড়ে যাওয়ায় কাজটি আহমেদ মুসার জন্য সহজ হয়ে যায়। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় সহজে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

গত ১৪ জুন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্টে ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ইতোমধ্যে বিদায় নিয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর ও পেরু ও কোস্টারিকা। আগামী ২৮ জুন শেষ হবে গ্রুপ পর্বের খেলা। ৩০ জুন শুরু হবে নকআউট পর্ব। আর ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:১৯   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ