নিজেকে শুদ্ধ করুন: সরকারি চাকুরেদের ফরিদপুর ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজেকে শুদ্ধ করুন: সরকারি চাকুরেদের ফরিদপুর ডিসি
শনিবার, ২৩ জুন ২০১৮



---নিজেকে শুদ্ধ করে অন্ধকার দূর করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়া। বলেছেন, তবেই সরকারি কর্মকর্তারা নিজেকে গর্বের জায়গায় বসাতে পারবেন।

শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. এরাদুল হক।

জেলা প্রশাসক বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা সৎ, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করলে তার মূল্যায়ন অবশ্যই সরকার ও জনগণ করবেন।
তিনি বলেন, ফরিদপুর টিমের কাছে আমার প্রত্যাশা দুর্নীতি মুক্ত হয়ে সকলেই কাজ করবেন। অফিসের বস সৎ থাকলে তার অধিনস্তরা সৎ হতে বাধ্য।

সরকারি বিভিন্ন দপ্তরের বিশেষ করে বিভাগীয় প্রধানরা যদি নিজে আলোকিত মানুষ হয়, তবে সে বিভাগে অন্ধকার থাকতে পারে না উল্লেখ করে ডিসি বলেন, নিজে আলোকিত হয়ে আপনার অধিনস্তদের আলোকিত করুন।

তিনি উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আরো বলেন, যদি কেউ দুর্নীতি করে, মানুষের কাছ থেকে অবৈধভাবে লাভবান হয়, তবে সে যেই হোক বা আমার যত কাছেরই হোক এক বিন্দু ছাড় দেওয়া হবে না। অবশ্যই তাকে বিভাগীয় শাস্তির আওতায় আসতে হবে। এক্ষেত্রে কোনো ছাড় পাবেন না কেউ।

সভা শেষে সভা শেষে শুদ্ধাচারের জন্য ৪ জন সরকারি কর্মকর্তা কর্মচারীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী, রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ প্রফেসর মোশারর্রফ আলী, পরিবেশ অধিদপ্তরের উপ- পরিচালক মো. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামছুল আলম, অতিরিক্ত জেলা (রাজস্ব) সাইফুল হাসান প্রমুখ।

এর আগে আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯:৫০:০৫   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ