বিরতি থেকে ফিরে আবারও তিউনিসিয়ার জালে বল জড়াল বেলজিয়াম। এই গোলটি করলেন অধিনায়ক এডেন হ্যাজার্ড। ৫১তম মিনিটে টবি আল্ডারভাইরেল্ডের সহায়তায় গোলরক্ষককে কাটিয়ে সহজে নিজের দ্বিতীয় গোলটি করলেন তিনি। ম্যাচে এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪-১ গোলে এগিয়ে রয়েছে বেলজিয়াম।
এর আগে রোমেলু লুকাকুর জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম। বিরতির আগে বেলজিয়ামের তিনটি গোলের মধ্যে প্রথম গোলটি করেন এডেন হ্যাজার্ড। এরপর পরপর দুইটি গোল করেন রোমেলু লুকাকু। এর আগে পানামার বিপক্ষে দুইটি গোল করেছিলেন লুকাকু। তিউনিসিয়ার একমাত্র গোলটি করেছেন ডিলন ব্রোন।
আজ খেলা শুরু হতে না হতে এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে ১-০ গোলে এগিয়ে দেন দলটির অধিনায়ক এডেন হ্যাজার্ড। ডি-বক্সের মধ্যে এডেন হ্যাজার্ডকে ফাউল করেন তিউনিসিয়ার বেন ইউসেফ। যার ফলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
এরপর ১৬তম মিনিটে ব্যবধান ২-০ করেন রোমেলু লুকাকু। ড্রিস মের্টেন্স থ্রু বাড়িয়ে দেন রোমেলু লুকাকুকে। লুকাকু বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের মধ্যে থেকে গোলপোস্ট লক্ষ্য করে জোরালো শট দেন। বল গিয়ে আশ্রয় নেয় জালে।
রোমেলু লুকাকু গোল করার পর মাত্র দুই মিনিটের মধ্যে ব্যবধান কমায় তিউনিসিয়া। ১৮তম মিনিটে ওয়াহবি খাজরির ফ্রি-কিক থেকে হেড করে বল জালে পোৗঁছে দেন ডিলন ব্রোন। এটি তার প্রথম আন্তর্জাতিক গোল।
বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আবারও তিউনিসিয়ার জালে বল জড়ায় বেলজিয়াম। (৪৫+৩) মিনিটে গোলটি করেন রোমেলু লুকাকু। থমাস মিউনিয়েরের পাস থেকে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে গোলপোস্টের একেবারের কাছাকাছি জায়গা থেকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে তিনি বল পাঠিয়ে দেন জালে।
রাশিয়া বিশ্বকাপে আজ ‘জি’ গ্রুপের ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বেলজিয়াম। মস্কোর স্পার্তাকে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। এর আগে পানামাকে ৩-০ গোলে হারিয়েছিল বেলজিয়াম। আর ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছিল তিউনিসিয়া। আজ যদি বেলজিয়াম জয় পায় তাহলে তারা দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে যাবে। অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে তিউনিসিয়ার জন্য জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ।
গত ১৪ জুন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্টে ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। আর ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর, পেরু ও কোস্টারিকার। আগামী ২৮ জুন শেষ হবে গ্রুপ পর্বের খেলা। ৩০ জুন শুরু হবে নকআউট পর্ব। আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই।
বাংলাদেশ সময়: ১৯:৫৫:২৮ ২০৩ বার পঠিত