লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন। সেই উপলক্ষে সাত বছর প্রশাসন পরিচালনার সাফল্য দুই মলাটের মধ্যে তুলে ধরতে চলেছে তৃণমূল কংগ্রেস।
২০১১ সালে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে পরাস্ত করে পশ্চিমবঙ্গের মসনদে বসেন তৃণমূল নেত্রী মমতা। ২০১৬ সালেও বজায় ছিল সেই জয়ের ধারা। এই সাত বছর সময়ের মধ্যে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের সাফল্য তুলে ধরতে ৫১২ পাতার বই প্রকাশ করতে চলেছে রাজ্য। যা লিখছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা।
- Advertisement -
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নমূলক যাবতীয় কর্মকাণ্ড বিস্তারিত বিবরণ সহ আলোচনা করা থাকবে বইটিতে। রাজ্য সরকারের গৃহীত প্রকল্পগুলির সাফল্য ব্যাখ্যা করা থাকবে। ১০০ দিনের কাজ, গ্রামীণ এলাকার রাস্তা ও বাড়ি তৈরি, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সহজ শর্তে ঋণ ও সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে সাহায্য করার মতো রাজ্যের প্রকল্পগুলির উল্লেখ থাকবে রাজ্য সরকারের প্রকাশিত বইটিতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ওই বইটির নাম হচ্ছে, “ক্রনিকল অফ বেঙ্গল’স প্রোগ্রেস- সেভেন ইয়ারস।” বইটিতে থাকছে রাজ্য সরকারের সাফল্যের নানাবিধ মুহূর্তের ছবি। কন্যাশ্রী প্রকল্পের জন্য আন্তর্জাতিক স্তরে পুরস্কার পাওয়ার মুহূর্তটিও বিশেষ গুরুত্ব সহকারে ঠাঁই দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী লেখা সাত বছরের সাফল্যের বইতে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কর্মসূচির প্রচার করার নির্দেশ দিয়েছেন নেত্রী মমতা। সেই নির্দেশ মেনেই বইটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
রাজ্য সরকার সাফল্যের কথা বললেও ৫১২ পাতার বই প্রকাশকে অর্থের অপচয় বলে অভিযোগ করেছে বিরোধী শিবির। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব বলেছেন, “রাজ্যে কৃষক মৃত্যু, বেকারত্বের মতো সমস্যা ভুলে গিয়ে মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক প্রচারের কথা ভাবছেন। এগুলো অপচয় ছাড়া আর কিছুই নয়।” একই সুর শোনা গিয়েছে বিজেপি নেতা রাহুল সিনহার গলায়। কেন্দ্রের শাসকদলের এই জাতীয় সম্পাদক বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে দ্রুত তিনি জনপ্রিয়তা হারাচ্ছেন। তিনি একদিকে বলছেন রাজ্য সরকারের কোষাগারে টাকা নেই। আবার অযথা বিপুল খরচে উৎসাহ দিচ্ছেন।”
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে লোকসভা নির্বাচনের লক্ষে বিশেষ আইটি সেল খুলেছে তৃণমূল কংগ্রেস। ডিজিটাল দুনিয়ায় প্রচারে নেমেছেন ৪০ হাজার সক্রিয় তৃণমূল কর্মী। যাদের নেতৃত্বে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ২০:৪৪:৫৩ ৩৩১ বার পঠিত