যশোরের মণিরামপুর উপজেলার ছাতিয়ানতলা এলাকা থেকে রবিবার ভোরে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের আনুমানিক বয়স ৩০-৩৫বছর।
পুলিশ বলছে, দুই দল সন্ত্রাসীর ’বন্দুকযুদ্ধে তারা মারা গেছেন। সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ রবিবার সকালেই মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোকাররম হোসেন জানান, যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা-ছাতিয়ানতলা বিল এলাকায় দুইদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। ভোর ৫টার দিকে এমন খবরে তার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা রাস্তার দু’পাশের পাটক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে রাস্তার পাশ থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ ছাড়া কিছু উদ্ধার হয়নি। স্থানীয়রা নিহত দুইজনকে সনাক্ত করতে পারেননি। নিহতরা বহিরাগত বলে তাদের ধারণা। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।
যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনের গাঁ খালি, পরনে লুঙ্গি ও কোমরে গামছা এবং অপরজনের পরনে নীলরঙের স্যান্ডো গেঞ্জি ও ঢোলা প্যান্ট রয়েছে।
তাদের একজনের মাথায় একটি ও অপরজনের মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। গুলিতে চেহারা বিকৃত হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১১:৫১:০৮ ৩৩৯ বার পঠিত