বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আন আম
মক্কায় অবতীর্ণ
আয়াত : ১৬৫; রুকূ : ২০
অষ্টম পারা
১৩৮. আর তারা বলে থাকে যে, ‘এ সব নির্দিষ্ট পশু ও ক্ষেতের ফসল নিষিদ্ধ, কেউ তা খেতে পারবে না, তবে যাদেরকে আমরা ইচ্ছা করব (তারাই খেতে পারবে।’ আর (তারা বলে) এ বিশেষ পশুগুলির উপর আরোহণ করা ও ভার বহন নিষেধ করে দেয়া হয়েছে, আর কতকগুলি বিশেষ পশু রয়েছে যেগুলিকে যবেহ করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে না, শুধু আল্লাহর প্রতি মিথ্যারোপ করার উদ্দেশ্যে। আল্লাহ এসব মিথ্যারোপের প্রতিফল অতি সত্ত্বরই দান করবেন।
আল হাদিস
২৬ নং পরিচ্ছেদ
আল্লাহর প্রতি ঈমান সর্বোত্তম আমল
৫১। আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করলাম, সর্বোত্তম আমল (কাজ) কোনটি? তিনি বললেন, “আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন ও তার রাস্তায় জিহাদ করা। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, কোন প্রকারের দাস আজাদ করা উত্তম? তিনি বললেন, যার মূল্য বেশি এবং সে মালিকের নিকট অধিক প্রিয়। আমি বললাম, যদি আমি এরকম করতে না পারি? তাহলে কি করবো? তিনি বললেন, কোন কারিগর বা শিল্পীকে তার কাজকর্মে সাহায্য করবে। কিংবা কোন অদক্ষ ও অপটু লোককে সাহায্য করবে। সে বললো, যদি আমি তাও করতে না পারি? তিনি বললেন, তাহলে মানুষকে তোমার অনিষ্ট থেকে দূরে রাখবে। কেননা, এটাও এক রকমের সদকা, যা তুমি নিজের জন্য করতে পার।
(বুখারী-কিতাবুল ইৎক)
বাংলাদেশ সময়: ১২:০৪:৫১ ৪০১ বার পঠিত