আর মাত্র ১দিন তার পরেই মাঠে নামছে সৌম্য-সাব্বিররা দেখে নিন তাদের ম্যাচের সময় সূচি

প্রথম পাতা » খেলাধুলা » আর মাত্র ১দিন তার পরেই মাঠে নামছে সৌম্য-সাব্বিররা দেখে নিন তাদের ম্যাচের সময় সূচি
রবিবার, ২৪ জুন ২০১৮



---আগামী ২৬ তারিখ শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে অংশ নিবে বাংলাদেশ ‘এ’ দল। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ম্যাচটিকে সামনে রেখে এরই মধ্যে কক্সবাজারের উদ্দেশ্যে আজ সকালে রওয়ানা দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। পুরোদমে প্রস্তুতি সম্পন্ন করতেই আগেভাগে ঢাকা ছেরেছে তারা। অপরদিকে আর দুই দিন পরেই টাইগারদের বিপক্ষে খেলতে ঢাকায় পা রাখার কথা রয়েছে লঙ্কানদের।

এদিকে কয়েকদিন আগেই ‘এ’ দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ দিন পর সেই স্কোয়াডে সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা ব্যাটসম্যান তুষার ইমরান এবং নাইম ইসলাম। এছাড়াও স্কোয়াডে আছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফউদ্দিন, নাইম ইসলাম, আবু হায়দার রনিরা।

বাংলাদেশ ‘এ’ দল-

সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত।

শ্রীলঙ্কা ‘এ’ দল-

দিমুথ করুনারত্নে, দানুশকা গুনাঠিলাকা, সাদিরা সামারাবিক্রমা, লাহিরু থিরিমান্নে, আশান প্রিয়াঞ্জন, চারিথ আসালাংকা, দাশুন শানাকা, শাম্মু আশান, মনোজ শরৎচন্দ্র, প্রবাথ জয়াসুরিয়া, লক্ষ্মণ সান্দাকান, নিশান পেইরিস,শিহান মাদুশাংকা, নিসালা থারাকা, আসেলা গুনারত্নে।

শ্রীলঙ্কা ও বাংলাদেশ ‘এ’ দলের সূচি-

১। ২৬শে জুন থেকে ২৯শে জুন, ২০১৮— প্রথম চার দিনের ম্যাচ (ভেন্যুঃ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার)

২। ৩রা জুলাই থেকে ৬ই জুলাই, ২০১৮— দ্বিতীয় চার দিনের ম্যাচ (ভেন্যুঃ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কক্সবাজার)

৩। ১০ই জুলাই থেকে ১৩ই জুলাই, ২০১৮— তৃতীয় চার দিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)

৪। ১৭ই জুলাই, ২০১৮— প্রথম একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)

৫। ১৯ই জুলাই, ২০১৮—দ্বিতীয় একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)

৬। ২২শে জুলাই, ২০১৮— তৃতীয় একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)

বাংলাদেশ সময়: ২০:৪৯:৩৪   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ