আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে দেখা করতে চান ম্যারাডোনা

প্রথম পাতা » খেলাধুলা » আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে দেখা করতে চান ম্যারাডোনা
সোমবার, ২৫ জুন ২০১৮



---মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছেন দেশটির ৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক দিয়াগো ম্যারাডোনা। ভেনিজুয়েলার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমরা আমাদের সম্মান রক্ষা করতে চাই।’

এসময় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার কড়া সমালোচনা করেন ৮৬ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা ম্যারাডোনা।

আর্জেন্টিনার সাবেক বিখ্যাত কয়েকজন ফুটবলারকে নিয়ে সাম্পাওলি ও খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে চান জানিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমি ভিতরে ভিতরে ক্ষুব্ধ এবং ভীষণ হতাশ। যারা দেশের জার্সি পরিধান করবে তাদের কেউ চায় না সেটি পদদলিত হোক।’

কোচ সাম্পাওলির সমালোচনা করে ম্যারাডোন বলেন, সাম্পাওলি কম্পিউটার, ড্রোন এবং ১৪জন সহকারী নিয়ে যখন কাজে যোগ দিলেন তখন সবাই সেটি মেনে নিয়েছে।

এরআগে ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-০ গোলে হারের কারণে সমালোচিত হয় মেসি-হিগুয়াইনরা। এরপরই কোচ এবং খেলোয়াড়দের দ্বন্দ্বের খবর বেরোয়। তবে রোববার আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া দলের মিডফিল্ডার হ্যাভিয়ের মাশ্চেরানোকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে কোচ সাম্পাওলিও সঙ্গে খেলোয়াড়দের কোন ধরনের বিরোধের কথা অস্বীকার করেন মাশ্চেরানো।

মাশ্চেরানো বলেন, ‘কোচের সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক। যদি আমাদের মধ্যে অস্বস্তির কিছু থাকে, তাহলে সেটি আমরা তুলে ধরবো। যদি আমরা সেটা না করি, তাহলে প্রতারণা করা হবে।’

খেলার কৌশল নিয়ে কোচ তাদেরকে পথ দেখিয়ে দেন উল্লেখ করে মাশ্চেরানো বলেন, তিনি (কোচ) জানতে চান মাঠে আমাদের কী হয়েছে? যাতে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। এটা ফুটবল খেলার মূল ভিত্তি।’ সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৫:৫২:৩৪   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ