ফরিদপুর পৌরসভার পৌনে তিনশ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর পৌরসভার পৌনে তিনশ কোটি টাকার বাজেট ঘোষণা
সোমবার, ২৫ জুন ২০১৮



---ফরিদপুর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের ২৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ৩৪৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পৌর মিলনায়তনে বাজেট ষোষণা করেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু।

এসময় মেয়র বলেন, মোট বাজেটের রাজস্ব খাতে ৪০ কোটি ১১ লাখ ৯ হাজার ৯২৯ টাকা, উন্নয়ন খাতে ১২ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৪৭৫ টাকা, মূলধন হিসাব ১০ কোটি ১৭ হাজার ৭৬৯ টাকা এবং প্রকল্প হিসাবে ২১৪ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ১৭৪ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এবারের বাজেটকে পৌরবাসীর উন্নয়ন ও সেবার বাজেট উল্লেখ করে মেয়র বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

বাজেট অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, সচিব তানজিুলর রহমান, সনাক সাবেক সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, সাংবাদিক পান্না বালা, সাংবাদিক সুজাউজ্জামান জুয়েল, কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন প্রমুখ।

এসময় টিআইবি ফরিদপুর কর্মকর্তা মনিুরল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান সোহেল, সাংবাদিক হাসানুজ্জামান, সাংবাদিক মাহবুব হোসেন পিয়াল, দৈনিক ভোরের প্রত্যাশার বার্তা সম্পাদক বি কে সিকদার সজল, সাংবাদিক মফিজুর রহমান শিপন, পৌর হিসাব রক্ষক ফজুলল করিম আলাল, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ মন্ডলসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:১৭   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ