ফিলিপাইনে সেনা সদস্যদের গুলিতে ৬ পুলিশ নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিপাইনে সেনা সদস্যদের গুলিতে ৬ পুলিশ নিহত
মঙ্গলবার, ২৬ জুন ২০১৮



--- ফিলিপাইনে সেনা সদস্যদের গুলিতে ৬ পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৯ জন। গভীর জঙ্গলে কমিউনিস্ট গেরিলা মনে করে জঙ্গলে পেট্রলরত পুলিশ বাহিনীর উপর সেনা বাহিনীর সদস্যরা ভুল বশত গুলি বর্ষণ করলে এই ঘটনা ঘটে। মঙ্গলবার ফিলিপাইন কর্তৃপক্ষ এই তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

খবরে বলা হয়, সোমবার রাজধানী ম্যানিলা থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ‍সান্তা রিতা শহরের কাছে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটির পর পরই দেশটির কর্তৃপক্ষ একটি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে।

প্রায় ত্রিশ মিনিট ধরে বন্দুকযুদ্ধের ঘটনায় জড়িত সেনা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের মুখপাত্র ক্যাপ্টেন ফ্রান্সিস এগনো বলেন, গভীর জঙ্গল এলাকা হওয়ায় পুলিশ বাহিনীকে ঠিকমতো চিনতে পারা যায়নি। তাই ভুলবশত এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

তিনি বলেন, ঘটনার পর সেনা সদস্যরা অনুধাবন করতে পারেন যে গুলিবর্ষণকালে নিহত ও আহতরা সবাই পুলিশ বাহিনীর সদস্য। কর্তৃপক্ষ ঘটনাটির কারণ তদন্তে যৌথ কমিটি গঠন করেছে। পুলিশ বাহিনীর পক্ষে বলা হয়, তাদের সহকর্মীরা সেখানে টহলরত ছিলো।

গতকালের ঘটনাটি একমাত্র নয়, এর আগেও এ ধরনের ভুল বোঝাবুঝি ফিলিপাইন নিরাপত্তা বাহিনীর মধ্যে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২১:১১   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ