নিজেকে সংশোধনের সুযোগ পেল এক মাদকাসক্ত ছাত্র

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিজেকে সংশোধনের সুযোগ পেল এক মাদকাসক্ত ছাত্র
মঙ্গলবার, ২৬ জুন ২০১৮



---রাজধানীর মিরপুর বাওনিয়াবাদ এলাকার শাহীন স্টার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রিমন হোসেন (১৪)।

খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে উঠে এ কিশোর। গত রোববার সন্ধ্যায় রিমনকে স্থানীয় ৩ মাদকাসক্ত বখাটে যুবক রানা (২০), জনি(২২) ও মামুনের (১৮) সঙ্গে স্কুল সংলগ্ন মাঠে বসে ইয়াবা সেবন করতে দেখে তাদেরকে বাধা দেয় এলাকার লোকজন।

এ সময় এলাকাবাসীর উপর হামলা করে মাদকাসক্ত ৩ বখাটে পালিয়ে যায়। খবর পেয়ে র‌্যাবের টহল দল ঘটনাস্থ থেকে এলাকার বাদশা হাওলাদারের ছেলে রিমন হোসেনকে ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ আটক করে।

মোবাইল কোর্ট পরিচালনাকারী র‌্যাবের ম্যাজিষ্ট্রেট গাউছুল আজমকে রিমন বলেন, সে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবাসক্ত হয়েছে । ভুল স্বীকার করে আগামী বছর এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ চায় সে।

আর কখনো মাদক সেবন করবেনা এ প্রতিশ্রুতিতে সার্বিক বিষয় পর্যালোচনা করে মাদকাসক্তি, বয়স ও ছাত্র বিবেচনায় রিমনকে কারাদণ্ড প্রদান না করে সংশোধনের সুযোগ দিয়ে তেজগাঁওয়ে সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য আদেশ দেন ম্যাজিষ্ট্রেট গাউছুল আজম। সোমবার সকালে তাকে নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়।
অভিভাবকদের প্রতি ম্যাজিষ্ট্রেট গাউছুল আজম অনুরোধ করে বলেন, আপনারা সন্তানের দিকে বিশেষভাবে নজর রাখবেন। তারা যেন কোনভাবেই মাদকসেবী বন্ধুর পাল্লায় না পড়ে। এ ব্যাপারে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা ও কাউনসিলিং কার্যক্রম শুরুরও তাগিদ দেন।

উল্লেখ্য, গাউছুল আজম নারায়ণগঞ্জের এডিসি থাকাকালীন সময়ে মাদকের আখড়াখ্যাত চাঁনমারি বস্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করে গোটা এলাকাকে মাদকমুক্ত করে প্রসংশা কুড়িয়ে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৩৩   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ