ডাক্তারদের নির্বাচনেও বিরোধী জোটে ভাঙন, ভোট ভাগের আশঙ্কা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ডাক্তারদের নির্বাচনেও বিরোধী জোটে ভাঙন, ভোট ভাগের আশঙ্কা
বুধবার, ২৭ জুন ২০১৮



---নিউজটুনারায়ণগঞ্জঃ সরকার বিরোধী লড়াইয়ের জোট অটুট থাকল না নির্বাচনের ময়দানে৷ আর, তার জেরেই দেখা দিয়েছে ভোট ভাগের আশঙ্কা৷ এবং, এর ফলে শাসকপক্ষ মাইলেজ পেয়ে গেল বলেও করছে বিভিন্ন মহল৷

এমনই পরিস্থিতি তৈরি হয়েছে ডাক্তারদের নির্বাচনকে কেন্দ্র করে৷ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে নির্বাচন৷ চলবে আগামী ২০ অগস্ট পর্যন্ত৷ তৃণমূল কংগ্রেস সমর্থিত ডাক্তারদের প্যানেলকে হারিয়ে দেওয়ার লক্ষ্যে, ডাক্তারদের পাঁচটি সংগঠনের প্যানেল লড়াই করছে৷ একই লক্ষ্যে, মঙ্গলবার মনোনয়ন দাখিল করেছে ডাক্তারদের অন্য দুই সংগঠনের পৃথক প্যানেল৷ মঙ্গলবারই ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন৷
অথচ, এক বছরেরও বেশি সময় ধরে ডাক্তারদের এই সাতটি সংগঠন বিভিন্ন সময় সরকার বিরোধী যৌথ আন্দোলনে শামিল হয়েছে৷ কিন্তু, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে অটুট থাকল না এই জোট৷ এ রাজ্যের সরকারি ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এবং সরকারি-বেসরকারি ডাক্তারদের সংগঠন মেডিক্যাল সার্ভিস সেন্টার যৌথভাবে এ দিন মনোনয়ন দাখিল করেছে৷

অন্য পাঁচটি সংগঠন, অর্থাৎ, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, ডক্টরস ফর ডেমোক্র্যাসি এবং হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল আর অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের প্যানেলও লড়াই করছে৷ এই পাঁচটি সংগঠনের ডাক্তারদের প্যানেলের নেতৃত্বে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সভাপতি ডাক্তার রেজাউল করিম৷

চিকিৎসায় অবহেলার অভিযোগে মৃত রোগীর ক্ষুব্ধ ‘পরিজন’দের কাছে কর্তব্যরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা গত বছরের শুরু থেকে বেড়ে চলেছে৷ বিভিন্ন ক্ষেত্রে হাসপাতাল ভাঙচুরও হয়েছে৷ তার উপর, সরকারি এবং বেসরকারি, উভয় ক্ষেত্রের বিভিন্ন হাসপাতালকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে৷ শুধুমাত্র এ সব বিষয়ও নয়৷

ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) অ্যাক্ট ২০১৭, ওয়েস্ট বেঙ্গল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় গত বছর এই আইন চালু হয়েছে৷ চালু এই আইনের বিরোধিতা করে এবং এই আইনে সংশোধনের দাবিতেও ডাক্তারদের এই সাতটি সংগঠন আন্দোলনের যৌথ কর্মসূচিতেও অংশগ্রহণ করেছে৷ তবে, সরকার বিরোধী আন্দোলনে এই সাতটি সংগঠনের জোট দেখা গেলেও, ডাক্তারদের নিয়ামক সংস্থার রাজ্য শাখার নির্বাচনে শেষ পর্যন্ত তা অটুট থাকল না৷

এ দিকে, দুর্নীতিমুক্ত ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল গঠনের লক্ষ্যের কথাই বলছে এই সাতটি সংগঠন৷ এবং, তৃণমূল কংগ্রেস সমর্থিত ডাক্তাররাই বর্তমানে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ক্ষমতায় রয়েছে৷ সরকার বিরোধী আন্দোলনের জোট যেভাবে অটুট থাকল না নির্বাচনের ময়দানে, তার জেরে সরকার বিরোধী ভোট কি ভাগ হয়ে যাবে? এর ফলে, শাসকদল সমর্থিত ডাক্তারদের প্যানেল কি মাইলেজ পেয়ে যাবে? এমনই বিষয়ে ডাক্তার রেজাউল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘ঐক্য বিরোধী কাজ৷ তৃণমূল কংগ্রেস সমর্থিত ডাক্তারদের শক্তিশালী করা হল৷’’

সাতটি সংগঠনের জোট যাতে তৃণমূল কংগ্রেস সমর্থিত ডাক্তারদের সংগঠন প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের প্যানেলের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে লড়াই করতে পারে, তার জন্য আলোচনা হয়েছিল বলেও জানানো হয়েছে৷ তবে, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, ডাক্তার সজল বিশ্বাস বলেন, ‘‘অংকের দিক থেকে মনে হতে পারে ভোট ভাগ হয়ে যাবে৷ কিন্তু, নৈতিকতার দিক থেকে হবে না৷ যে প্যানেলকে যথার্থ মনে করবেন, সেই প্যানেলকেই ভোট দেবেন ডাক্তাররা৷’’

বাংলাদেশ সময়: ১৩:১০:৪০   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ