‘অপারেশন আনন্দ’! রাজ্যের নয়া কর্মসূচি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘অপারেশন আনন্দ’! রাজ্যের নয়া কর্মসূচি
সোমবার, ২ জুলাই ২০১৮



---কেন্দ্র সরকারের ‘অপারেশন মুসকান’-এর পর রাজ্য সরকারের উদ্যোগে চালু হল ‘অপারেশন আনন্দ’৷ রবিবার থেকে শুরু হল পূর্ব বর্ধমান জেলা জুড়ে জেলাপুলিশের উদ্যোগে এই কর্মসূচি৷ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৬৩ জন অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ে নিখোঁজ হয়েছে৷

জুলাই মাসজুড়ে সেইসব নিখোঁজদের খুঁজে বার করে হয় পরিবারের হাতে৷ নতুবা সরকারি হোমে পাঠানোর উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ৷ জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে এই সময় কেন্দ্রীয় সরকার অপারেশন মুসকান নামে একটি কর্মসূচি পালন করে৷ নিখোঁজ বাচ্চাদের খোঁজে৷ কিন্তু এবছর এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে তেমন কোনও নির্দেশিকা আসেনি৷

তাই এ বছর থেকে রাজ্য সরকার অপারেশন আনন্দ নামে এই কর্মসূচি শুরু করেছে৷ যার মূল লক্ষ্য-নিখোঁজদের আপ্রাণ চেষ্টা করে খুঁজে বার করা৷ এবং কী কারণে তাঁরা নিখোঁজ সে বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা৷ দেখা গিয়েছে, অনেক সময়ই পরিবারের অত্যাচারে শিশুরা বাড়ি থেকে পালিয়ে যায়৷ আবার রোজগারের আশাতেও তারা বাড়ি ছাড়ে গোপনে৷ স্বাভাবিকভাবেই তাদের বিষয়ে সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়৷

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার যে ৬২জনকে পুলিশ খুঁজছে তাদের মধ্যে কালনা মহকুমা এবং বর্ধমান সদর মহকুমাতেই নিখোঁজের সংখ্যা বেশি৷ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত একটানা জেলা পুলিশের সমস্ত থানাকে এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশসুপার ভাস্কর মুখোপাধ্যায়৷

বিভিন্ন জায়গায় পদযাত্রা, মাইকিং করার কর্মসূচি নেওয়া হয়েছে৷ সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করার জন্য বাজার কিংবা জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড, ষ্টেশন প্রভৃতি এলাকায় ব্যাপকভাবে প্রচার করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাগুলি যাতে আরও বেশি করে সক্রিয় হয় তার জন্য ভালও কাজের নিরিখে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে৷ জেলা পুলিশসুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, তাঁরা চেষ্টা করছেন নিখোঁজের সংখ্যাকে একেবারে শূন্য করার৷ তাই সমস্ত থানার আধিকারিকদের নিয়ে বৈঠক করে তাঁদের তা জানিয়ে দেওয়া হয়েছে৷

বাংলাদেশ সময়: ১২:৫৬:২২   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ