বাবার অভিযোগে ছেলের দণ্ড

প্রথম পাতা » গাজীপুর » বাবার অভিযোগে ছেলের দণ্ড
বুধবার, ৪ জুলাই ২০১৮



---গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিয়েছেন এক মাদকাসক্ত যুবক। পরে বাবার অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান (২৬) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের হানিফ মিয়ার ছেলে।

গত সোমবার (২জুলাই) বাবা হানিফ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করলে মঙ্গলবার রাতে শ্রীপুর থানা পুলিশ তাকে আটক করে। পরে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতারের আদালতে হাজির করা হলে তাকে এ দণ্ড দেয়া হয়।

বাবা হানিফ মিয়া বলেন, হাবিবুর সময়ই নেশার টাকার জন্য বাড়িতে চাপ দিতো। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের গালিগালাজ, মারপিট, ভয়ভীতি প্রদান ও হুমকি দিতো।

সর্বশেষ রোববার (০১ জুলাই) তার মায়ের কাছে নেশার টাকা চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করলে সে ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাবপত্র, তৈজসপত্র ও কাপড় পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়। এ সময় তাকে বাধা দিতে গেলে সে দা দিয়ে মা লাইলী বেগম ও বাবাকে খুন করতে উদ্যত হলে প্রতিবেশীরা তাকে বাধা দেয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্ল্যা জানান, অভিযোগের ভিত্তিতে হাবিবুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১১:৪৮   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
রাজধানীর আরব আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১
কালিয়াকৈরে আগুনে পুড়ে নিহত চার, অর্ধ শতাধিক ঘর পুড়ে ছাই
মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য ও ৩ ছিনতাইকারী আটক
কালিয়াকৈরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় এসআই নিহত
গাজীপুরের কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১
কালিয়াকৈরে ভুয়া র‌্যাব সদস্যসহ আটক ২
বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আর্কাইভ