এসডিসির লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়েই অর্জিত হবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » এসডিসির লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়েই অর্জিত হবে: বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮



---টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্দিষ্ট সময়েই অর্জন করা সম্ভব বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিকল্পনা কমিশন আয়োজিত এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিএসপি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশের সঙ্গে আমরা দেনদরবার চালিয়ে যাচ্ছি। পণ্য ও পণ্যের রপ্তানি বহুমুখী করার চেষ্টা করা হয়েছে। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে।’

এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আবুল কালাম আজদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এবং ব্রাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ।

আলোচনায় ফজলে হাসান আবেদ বলেন, ‘দেশে মাতৃমৃত্যুর হার কমাতে হবে। দেশে মাতৃমৃত্যু কেন কমছে না, তা খতিয়ে দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার গুণগতমান বৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণ ক্লাস রুম তৈরি করতে হবে। ভোকেশনাল ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।’

এছাড়া দেশের বাহিরে থেকে আসা রেমিটেন্স সঠিকভাবে আদায় করতে সরকারের আরও কিছু পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন ব্রাকের এই প্রতিষ্ঠাতা।

তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে টেকসই উন্নয়নের ১৭টি অভিষ্ট নিয়ে আলোচনা করা হয়। যেখানে দারিদ্র বিলোপ, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, গুণগত শিক্ষা, লিঙ্গ সমতা, নিরাপদ পানি ও স্যানিটেশন, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদনসহ দেশের উন্নয়নের নানা দিক ও উন্নয়নের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামীকাল শুক্রবার।

বাংলাদেশ সময়: ১৫:১৬:২৮   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


শিল্প-কারখানায় প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করছে সরকার - শিল্পমন্ত্রী
সময়াবদ্ধ গৃহীত পরিকল্পনা মাফিক প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিশ্চিত করতে হবে - শিল্পমন্ত্রী
সাবরং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণ হবে
বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় পাকিস্তান
মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির প্রবণতা কমে গেছে - অর্থমন্ত্রী
দেশে বর্তমানে ৩ লাখ ৩৫ হাজার ঋণখেলাপি - অর্থমন্ত্রী
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে কমিটি করা হয়েছে - বাণিজ্যমন্ত্রী
প্লাস্টিক পণ্যে সরকারি সহায়তা বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ দিচ্ছে

আর্কাইভ