এসডিজি বিষয়ক জাতীয় সম্মেলনে বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসডিজি বিষয়ক জাতীয় সম্মেলনে বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮



---নিউজটুনারায়ণগঞ্জঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এমডিজির মতো এসডিজি
যথাসময়ে বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নির্দেশে এসডিজি অর্জনের টার্গেট বাস্তবায়নে অ্যাকশন প্ল্যান
তৈরি করে পরিকল্পিত ও সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এসডিজির মধ্যে
সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সবশ্রেণির মানুষকে অন্তর্ভুক্ত করে সুষম
উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়কে যে সকল
টার্গেট নির্ধারণ করে দেয়া হয়েছে, সেগুলো সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি
বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলনের প্লেনারি সেশনে প্রধান
অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ১৯৭২-১৯৭৩ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে
যাত্রা শুরু করেছিল, এ বছর ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজট পাস করা
হয়েছে। একসময় ছিল বৈদেশিক সাহায্যের ওপর বাজেট প্রণয়ন করা হতো, আজ এ
দেশ নিজস্ব অর্থেই বাজেট ঘোষণা করছে। ১৯৭২-১৯৭৩ সালে বাংলাদেশ মাত্র ৩টি
পণ্য পাট, চা ও চামড়া রপ্তানি করে আয় করতো ৩৪৮ কোটি টাকা, গতবছর
বাংলাদেশ ৭৭২টি পণ্য ১৯৯টি দেশে রপ্তানি করে আয় করেছে প্রায় ৩৭ বিলিয়ন
মার্কিন ডলার। যারা বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি ও বিশ্বে দরিদ্র দেশের
মডেল হিসেবে আখ্যায়িত করেছিল, আজ তারাই বলছে বাংলাদেশ উন্নয়নের রোল
মডেল। ইতোমধ্যে বাংলাদেশে দরিদ্র মানুষের হার ২৪ দশমিক ৮ ভাগ এবং হত দরিদ্র
মানুষের হার ১১ দশমিক ৯ ভাগে নেমে এসেছে। এসডিজি অর্জনের মধ্যদিয়ে
অতিদরিদ্র মানুষের সংখ্যা ৩ শতাংশের নিচে নেমে আসবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল
কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সাবেক সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
প্লানিং কমিশনে জেনারেল ইকোনমিক ডিভিশনের সিনিয়র সচিব ড. সামছুল
আলম।

বাংলাদেশ সময়: ২১:০৪:৪৯   ২৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ