গানকে বোঝা ও আবিষ্কার করা অজিত রায়ের কাছ থেকে শেখা- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গানকে বোঝা ও আবিষ্কার করা অজিত রায়ের কাছ থেকে শেখা- সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮



---সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, আমার গানকে বোঝা ও আবিষ্কার করা শিল্পী অজিত রায়ের কাছ থেকে শেখা। আমার গানের প্রতি বিশেষ করে রবীন্দ্র সংগীতের প্রতি যে ভালো লাগা, তা উনার কাছ থেকেই তৈরি হয়েছিল। তিনি রবীন্দ্র সংগীত, হেমন্তের গান ও গণসংগীত খুব ভালো গাইতেন।

মন্ত্রী আজ রাতে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পী অজিত রায়ের ৮০তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অভ্যুদয় সংগীত অঙ্গনের আয়োজনে “তুমি আমার অহংকার” শীর্ষক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আমি অজিত রায়কে চারণশিল্পী হিসেবে অভিহিত করব। কেননা, তিনি আদমজী জুটমিল ও খুলনার খালিশপুরসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের সামনে গান গাইতেন। মন্ত্রী বলেন, আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহণ করব যার মাধ্যমে দেশের বরেণ্য শিল্পীদের তালিকা তৈরিপূর্বক তাঁদের নামে পর্যায়ক্রমে স্মারক গ্রন্থ প্রকাশের ব্যবস্থা করা হবে। তাছাড়া শিল্পকলা একাডেমির মাধ্যমে নিয়মিত বরেণ্য শিল্পীদের জন্মোৎসব পালনের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বিশিষ্ট প্রবীণ সাংবাদিক কামাল লোহানী।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৪৬   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ