আমের কার্টনে এলো ফেনসিডিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমের কার্টনে এলো ফেনসিডিল
শুক্রবার, ৬ জুলাই ২০১৮



---রাজধানীর কল্যাণপুরে আপেলের কার্টন ভর্তি আম। যা দেখে বোঝার উপায় নেই ভেতরে অন্যকিছুও থাকতে পারে। তবে ওই আমভর্তি কার্টন থেকে ১৩৮ বোতল ফেনসিডিল জব্দসহ মো. ইমরান আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

জানা গেছে শুক্রবার সকাল সোয়া ৮টায় র‌্যাব-২ এর একটি দল কল্যাণপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন মিজান টাওয়ারের সামনে থেকে ফেনসিডিলসহ মো. ইমরান আলী আটক করে। সে রাজশাহীর বোয়ালিয়া থানার মেহেরচন্ডি পূর্বপাড়া এলাকার জামাত আলীর ছেলে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন তথ্য ছিল কল্যাণপুর বাসষ্ট্যান্ডের পাশে মিজান টাওয়ারের সামনে কয়েক ব্যক্তি মাদকের একটি চালান ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে ইমরান আলীকে আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে আপেলের কার্টন খুলে ভিতরে আম সরিয়ে নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ফেনসিডিলের চালান বের করে দেয় সে।

জিজ্ঞাসাবাদে ইমরান জানায়, সে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্য নতুন কৌশলে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পথ থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল কম দামে কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৮:০১:২৩   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ