‘সকল ধর্মের লোকদের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী’

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘সকল ধর্মের লোকদের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী’
শুক্রবার, ৬ জুলাই ২০১৮



---বাংলাদেশ হরিজন (হেলা) সমাজকল্যাণ সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি ও আলোচনা সভা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন স্বর্ণখোলা রোড হরিজন কলোনিতে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের লোকদের জন্য কাজ করেছেন। হরিজন সম্প্রাদায়ের পাশে বর্তমান সরকার আছে এবং সব সময় থাকবেন। হরিজনদের চাকরির ব্যবস্থা করেছেন। আগামীতেও তাদের আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করবেন। বিশেষ করে হরিজন সম্প্রদায়ের নারীদের কাজের সুযোগ আগের চাইতে এখন বেশি। তারা যেন আগামীতে কোন প্রকার বৈষম্যের শিকার না হন, সে দিকে দৃষ্টি দেয়া হবে। আর হরিজন সম্প্রদায়ের শিক্ষিত ছেলেদেরও বিভিন্ন স্থানে চাকরি ব্যবস্থা করা হবে। নাগরিক মর্যাদা হিসেবে হরিজনরা পিছিয়ে থাকবে না। আপনারা কখনওই বলবেন না আমরা অবহেলিত। সারাদেশের সকল নাগরিদের মত হরিজনরাও সমমর্যাদায় থাকবে।

তিনি আরো বলেন, এ সরকারের সময় দেশের সকল রাস্তা, ঘাট, মসজিদ, মন্দিরের ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে সবক্ষেত্রে মানুষ পিছিয়ে নেই। থাকবেও না।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রদ্বীপ দাস হেলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিষ্ণু হরিজনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

আরো বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক বিধান চন্দ্র দাস জনি, চাঁদপুর জেলা সমাজ প্রধান শ্যামল হরিজন।

সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য- চাঁদপুর জেলা সংগঠনের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২০:৩৩   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ