সরকারে না এলে আবার উন্নয়ন থেমে যাবে: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারে না এলে আবার উন্নয়ন থেমে যাবে: প্রধানমন্ত্রী
শনিবার, ৭ জুলাই ২০১৮



---বিএনপি এলে ২০০১ সালের মতোই সরকারের উন্নয়ন প্রকল্পগুলো সব বন্ধ করে দেবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সরকারের ধারাবাহিকতা থাকলে মানুষের জীবনমানের উন্নতি হবে।

রাজধানীর মতিঝিল এবং আজিমপুর কলোনিতে সরকারি চাকুরেদের জন্য ১০টি বহুতল ভবনে প্রায় এক হাজার ফ্ল্যাটের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এই সতর্কতা জানান।

দুটি এলাকাতেই অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। এর মধ্যে মতিঝিলে চারটি ভবনে ৫৩২টি এবং আজিমপুর কলোনিতে ছয়টি ভবনে ৪৫৬ ফ্ল্যাট উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালের মধ্যে ঢাকায় সরকারি চাকুরেদের জন্য আরও সাড়ে আট হাজার ফ্ল্যাট নির্মাণের প্রকল্প অনুমোদন হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ভবনগুলো নির্মিত হয়েছে। এখানকার অত্যাধুনিক পয়ঃশোধন ব্যবস্থা উদাহরণ হতে পারে। ওয়াসার লাইনে মলমূত্র সরবরাহের বদলে এখানে ‘স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ করা হয়েছে। মলকে সারে রূপান্তর করে বিক্রি করা হবে এখান থেকে। পাশাপাশি ভবনগুলোতে বৃষ্টির পানি ধারণের পাশাপাশি স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে।

গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমানে সরকারি কর্মীদের আবাসনের সুবিধা আছে ৮ শতাংশ। তবে সরকার সেটা ৪০ শতাংশে উন্নীত করতে চায়। এর জন্য গণপূর্ত মন্ত্রণালয় আরও ৩০ হাজার ফ্ল্যাট করবে।’

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, নোয়াখালীসহ অন্যান্য এলাকাতেও সরকারি কর্মীদের আবাসন সুবিধা বাড়ানোর ঘোষণা দেন মন্ত্রী।

শুরুতে প্রধানমন্ত্রী যান মতিঝিলে এবং সেখানে সংক্ষিপ্ত উদ্বোধন পর্ব শেষে যান আজিমপুরে। সেখানে তিনি অন্যান্য নানা বিষয়ের পাশাপাশি সরকারের ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দেন।

‘সরকারের ধারাবাহিকতা বজায় আছে বলেই আজকে উন্নয়নগুলো চোখে পড়ছে। ৯৬ থেকে ২০০১ পর্যন্ত ক্ষমতায় ছিলাম। যে কাজগুলো শুরু করেছিলাম, অনেক কাজই পরবর্তীতে বিএনপি জামায়াত বন্ধ করে দিয়েছিল। এমনকি বিদ্যুৎ উৎপাদন বাড়ায়নি, কমিয়ে দিয়েছিল। আমরা রেখে গিয়েছিলাম চার হাজার ৩০০ মেগাওয়াট, সেটা নামিয়ে এনেছিল তিন হাজার ২০০তে।’

‘সরকারের ধারবাহিকতা থাকলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে, মানুষের জীবনমান উন্নত হবে।’

‘আমরা দারিদ্র্যের হার কমিয়েছে, গ্রামের মানুষও গৃহহারা থাকবে না, গৃহহারা নেই। অল্প কিছু আছে, তাও আমরা করে দেব। যাদের ভূমি নাই, তাদের মধ্যে খাসজমি বিতরণ ও ঘরবাড়ি করে দিচ্ছি। এখন কেউ কুঁড়ে ঘরে বাস করে না। আমরা প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলাম, বলেছিলাম নিদেনপক্ষে একটি টিনের ঘর করে দেব। এখন সবাই অন্তত টিনের ঘরে বসবাস করে।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার ভোট দেয়ার আহ্বান জানিয়ে দলের সভাপতি বলেন, ‘আমরা জাতির পিতার হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ… ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলার মানুষের যতটুকু অর্জন, সবেই কিন্তু আওয়ামী লীগই এনে দিয়েছে, আওয়ামী লীগই করেছে। যখনেই বাংলার মানুষ নৌকায় ভোট দিয়েছে তখনই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।’

এর আগে মতিঝিলে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি সরকারের আমলে রাজধানীতে প্রচণ্ড পানি, বিদ্যুৎ, গ্যাসের অভাবের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘এক সময় বলা হতো আমাদের অনেক গ্যাস। কিন্তু এখন দেখা যাচ্ছে এত গ্যাস আমাদের নেই যে পাইপলাইনে ব্যবহার করতে পারব। তাই এখন সিলিন্ডার গ্যাসের দিকে চলে যাচ্ছি যেন সবাই সীমিতভাবে ব্যবহার করতে পারে। গ্যাস আমদানি করতে হচ্ছে এখন আমাদেরকে।’

১৯৯৬ সালে সরকার গঠন করে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম।…তখন উৎপাদন ও সঞ্চালন বাড়াতে তিনি যা যা পদক্ষেপ নিয়েছিলেন ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি সব বন্ধ করে দিয়েছিল। আর ওই সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন কমে যায়।’

‘২০০১ সালে উৎপাদন যেখানে ছিল ৪৩০০ মেগাওয়াট, সেখানে ২০০৯ সালে ক্ষমতায় এসে পাওয়া গেছে ৩২০০ মেগাওয়াট।’

‘এখন আমরা ১৮৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। এই বিদ্যুতের সঞ্চালন লাইনও আমরা করে দিচ্ছি। ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। সেই সাথে সাথে সোলার প্যানেল ব্যবহার, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে বহুমুখী বিদ্যুৎ উৎপাদন আমরা করে যাচ্ছি। আমার লক্ষ্য প্রত্যেক ঘরে ঘরে আলো থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট ক্ষমতায় এনেছে। আমাদের কাজ জনসেবা করা। আর এই জনসেবাটাই আমাদের লক্ষ্য।’

‘আর ২০০৯ সাল থেকে সাড়ে নয় বছর টানা ক্ষমতায় থাকার কারণেই জনগণের জীবনমান উন্নত করতে সক্ষম হয়েছি। আমরা চাই আমাদের দেশ উন্নত সমৃদ্ধ হোক।’

দুই এলাকাতেই বক্তব্য রাখতে গিয়ে পানি ও বিদ্যুতের ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর জোর দেন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৪:৪১:১৫   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ