ফরিদপুরে বাড়িতে মিলল ১৫ ফুট অজগর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বাড়িতে মিলল ১৫ ফুট অজগর
শনিবার, ৭ জুলাই ২০১৮



---ফরিদপুরের মধুখালীতে বসতবাড়ীর পাশে ধরা পড়েছে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ। অজগর দেথতে ভীড় করছেন দূরদুরান্তের মানুষ। গ্রামে অজগর পাওয়ায় আতঙ্ক দেখা দিয়েছেন স্থানীয়দের মাঝে।

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বড়াইল গ্রামের কৃষক আকরাম মৃধার বাড়ীতে অজগর সাপটি ধরা পড়ে।

বড়াইল গ্রামের কৃষক আকরাম হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ১২টায় তার পুরাতন বাড়ী থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ বাড়ীতে ফিরছিলেন। এসময় বসতবাড়ীর পাশে রাস্তায় বিশাল আকৃতির অজগরটি দেখতে পান তিনি।

কৃষক আকরাম জানান, লোকজন ডেকে লাঠি সোটা দিয়ে বস্তার মধ্যে অজগরটি আটক করা হয়। পরে বাড়ীতে এনে একটি কাঠের খাঁচায় রাখা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে।

গাজনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর মান্নান মোল্লা জানান, হঠাৎ গ্রামে এতো বড় অজগরের উপস্থিতি গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কয়েক দিন আগে গোন্দারদিয়া গ্রামে শাহ আবুল হোসেনের একটি বাড়ীতে ১৩টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার সাংবাদিকদের বলেন, যে এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে এই ধরনের সাপ সেখানে থাকার কথা নয়। কীভাবে কোথা থেকে এলো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে। তিনি আরও জানান, সাপটি সংরক্ষণের জন্য বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগকে বলা হয়েছে। উপযুক্ত জায়গায় অজগরটি অবমুক্ত করা হবে ।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩৯   ৩০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ