ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় গোয়েন্দা সংস্থার (ডিবি পুলিশ) সদস্যদের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো. ফারুক মিয়া নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন ।
রবিবার দিবাগত সোয়া ২ টার দিকে উপজেলার আঠারবাড়ি তেলোওয়ারী গন্ডিমোড়ে এ ঘটনা ঘটে। এসময় ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত, সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. খলিল ও কনেস্টেবল আনোয়ার হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি উপজেলার তেলোওয়ারী গ্রামের মো. ছিদ্দিক মিয়ার পুত্র এবং শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে ৮ টি মাদকসহ প্রায় ১১ টিরও বেশি মামলা রয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস জানান, রবিবার মধ্যরাত সোয়া ২ টার দিকে উপজেলার আঠারবাড়ী তেলোওয়ারী গন্ডিমোড় এলাকার আবুল খায়েরের গ্যারেজের পশ্চিমে একটি ফাকা রাস্তায় কতিপয় মাদক কারবারিরা মাদক ভাগাভাগি করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আহম্মেদ কবিরের নেতৃত্বে ও আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ ডিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে।
এসময় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইট, পাটকেল নিক্ষেপসহ এলোপাথারী গুলি বর্ষণ শুরু করে।
আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের গোলাগুলির এক পর্যায়ে মাদক কারবারিরা পলিয়ে যায়। এসময় ফারক মিয়াকে (৩০)গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
পরিমল আরও জানান, ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা, ৭ টি গুলির খোসা, ১টি রামদা, ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় অজ্ঞাত আসামির নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫৬:১৬ ৩৭২ বার পঠিত