গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গার সাকোয়া ব্রিজ এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শামসুল ইসলাম নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত শামসুল উপজেলার বেতকাপা ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের মৃত. নছিম উদ্দিনের ছেলে।
পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, শামসুলের বিরুদ্ধে ১১ টি ডাকাতি মামলা রয়েছে। র্দীঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ীতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে নিজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে গভীর রাতে শামসুলকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সাকোয়া ব্রিজ এলাকায় অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে তার সহযোগী ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে শামসুল গুলিবিদ্ধ হন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দেশিও পাইপগান জাতীয় ১টি অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহাবুবুল আলম জানান, নিহত ডাকাত সর্দার শামসুলের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৪:৫৮:৪৩ ২৭৪ বার পঠিত