মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে প্রশিক্ষার্ণীদের প্রতি স্পীকারের আহবান

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে প্রশিক্ষার্ণীদের প্রতি স্পীকারের আহবান
রবিবার, ৮ জুলাই ২০১৮



---নিউজটুনারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সিভিল সার্ভিস রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জনগণের সেতুবন্ধ তৈরি করে। সিভিল সার্ভিসের কর্মকর্তারা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে তাদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরিতে এসেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে তিনি প্রশিক্ষার্ণীদের প্রতি উদাত্ত আহবান জানান।

তিনি আজ ঢাকার বিসিএস এডমিন একাডেমিতে ১০৭, ১০৮ ও ১০৯তম আইন ও প্রশাসন কোর্স এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতাকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এমপি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ বক্তৃতা প্রদান করেন।

স্পীকার বলেন, প্রশিক্ষণ জ্ঞানের পরিধি বাড়ায়- আর তথ্য সঠিক ও দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আইন ও প্রশাসন কোর্সের এ প্রশিক্ষণের মাধ্যমে সিভিল সার্ভিসে কর্মরত কর্মকর্তারা জাতি গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তিনি উল্লেখ করেন। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া সংবিধান সমুন্নত রেখে বৈষম্য ও শোষনমুক্ত বাংলাদেশ গড়তে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

---ড. শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে পদার্পন করেছে। ২০২৪ সালে সম্পূর্ণভাবে উন্নয়নশীল এবং ২০৪১সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময়ে তিনি আইন ও প্রশাসন কোর্সের শুভ উদ্বোধন করেন।

পরে তিনি বিসিএস এডমিন একাডেমির লাইব্রেরীর মুক্তিযুদ্ধ কর্নার পরিদর্শন করেন।

বিসিএস এডমিন একাডেমির রেক্টর মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসন ক্যাডারের ১১৩জন প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৩২   ৪২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ