চট্টগ্রামে পাঁচটি বেসরকারি হাসপাতালে র্যাবের অভিযান চলাকালে মহানগরী, জেলা, উপজেলাসহ সকল স্তরের প্রাইভেট প্র্যাকটিসসহ ডায়াগনস্টিক সেন্টার, রেসরকারি ক্লিনিক-হাসপাতালে চিকিৎসাসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে নগরীর বিএমএ ভবনে এক জরুরি সভা থেকে এই ঘোষণা দেয় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতি।
তবে সংগঠনটির সভাপতি ডা. আবুল কাশেম স্বাক্ষরিত এক বিবৃতিতে হাসপাতাল-ক্লিনিক বন্ধ করার কারণ হিসেবে সাংবাদিক কর্তৃক বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উপর নগ্ন হামলার প্রতিবাদে এ ঘোষণা দেয়া হয়েছে বলে জানানো হয়।
সভা শেষে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী সাংবাদিকদের এসব তথ্য জানান।
কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের সেবাও বন্ধ থাকবে।
ডা. লিয়াকত আলী ঢাকাটাইমসকে বলেন, নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিভিন্ন সরকারি হাসপাতালের জরুরি বিভাগে সেবা দেওয়া অব্যাহত রাখতে চিকিৎসকদের প্রতি অনুরোধও জানান তিনি।
যেসব রোগী এরইমধ্যে হাসপাতাল-ক্লিনিকগুলোতে ভর্তি আছেন মানবিক কারণে তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে বলেও জানান এই চিকিৎসক।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান ঢাকাটাইমসকে জানান, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতির এই সিদ্ধান্তে বিএমএ একাত্মতা প্রকাশ করেছে।
এর আগে সকালে নগরীর ম্যাক্স, মেট্রোপলিটন, সিএসসিআর, রয়েল ও ল্যাব এইড হাসপাতালে অভিযান শুরু করে র্যাব। অভিযানে এসব হাসপাতালগুলোর নানা অসঙ্গতি ধরা পড়ে। বিশেষ করে এক সাংবাদিককন্যার মৃত্যুর ঘটনায় অভিযোগের মুখে থাকা ম্যাক্স হাসপাতালের আতঙ্কিত হওয়ার মতো ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে র্যাবের অভিযানে।
বাংলাদেশ সময়: ১৬:১০:৫৩ ৪১৭ বার পঠিত