নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক
উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরামের সভায় যোগদানের উদ্দেশ্যে স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমিরেট এয়ারলাইন্স-
এর একটি ফ্লাইটে আজ সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেছেন।
আগামী ১০-১৩ জুলাই এ সভা অনুষ্ঠিত হবে। জাতিসংঘের সদস্যভুক্ত
দেশসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ এ সভায় অংশগ্রহণ করবেন। সভায়
জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন ৬৬/২৪৪ এবং ৬৭/২৯০ অনুসারে টেকসই
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সদস্য দেশসমূহের রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা,
চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা অর্জন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ভূমিকা,
অর্থায়ন এবং সহযোগিতাসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা অর্জন ও জ্ঞান বিনিময়
হবে।
মন্ত্রীর নেতৃত্বে স্থানীয় সরকার বিভাগ ও অধীনস্থ সংস্থাসমূহের উচ্চ
পর্যায়ের কর্মকর্তাগণ বাংলাদেশের টেকসই পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশন
বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।
বাংলাদেশ সময়: ১২:৫৪:২১ ২৭৮ বার পঠিত