দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৪৪তম বৈঠক কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি-এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, জাতীয় সংসদের হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, মোঃ আবু জাহির এমপি, আ. ফ. ম. বাহাউদ্দিন (নাসিম) এমপি, মোঃ শিবলী সাদিক এমপি এবং নাসিমা ফেরদৌসী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১৮ এর উপর আলোচনা হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধিত আকারে রির্পোট উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিবসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:১০:১২ ২৬০ বার পঠিত