রাজাকার আলবদর স্বাধীনতা বিরোধীদের তালিকা তৈরির পাশাপাশি যারা সরকারি চাকুরিতে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে তাদেরও তালিকা প্রণয়ন করা হবে। স্বাধীনতা বিরোধিরা কখনই দেশের উন্নয়ন চায়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধি চক্র ক্ষমতায় এসে তাদের পছন্দের লোকদের সরকারি চাকুরি দিয়েছে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ ঢাকায় মতিঝিলস্থ সোনালী ব্যাংক চত্বরে শ্রমিক কর্মচারীদের এক সমাবেশে এসব কথা বলেন।
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ৬-দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে।
শাজাহান খান বলেন, ২০০৪ সালে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেছিল জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির। স্বাধীনতা বিরোধী চক্র কোটা সংস্কার আন্দোলনের নামে এখন ষড়যন্ত্র করছে। তারা কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে কোটা পদ্ধতি চালু রাখতে হবে।
নৌপরিবহন মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন বর্তমান সরকার অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। রাজাকারদের বিচার, জঙ্গি দমন, মাদকের বিরুদ্ধে লড়াই করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জামাত-শিবির দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারিদের প্রতিহত করতে হবে।
পরে একটি র্যালী সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়। নৌপরিবহন মন্ত্রী র্যালীতে নেতৃত্ব দেন।
এসময় অন্যন্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মিয়া,বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, নাট্য ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, নারী নেত্রী সেলিনা আক্তার, সিবিএ নেতা মোঃ কামালউদ্দিন, সিবিএ নেতা আবুল হোসেন, সিবিএ নেতা মহসিন ভূইয়া, শ্রমিক নেতা ওমর ফারুক ও শ্রমিক নেতা শিপু আহমেদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:১৩:৩৫ ২৪০ বার পঠিত