“মমতার সৌজন্যেই বঙ্গে বিস্তার লাভ করছে বিজেপি”

প্রথম পাতা » আন্তর্জাতিক » “মমতার সৌজন্যেই বঙ্গে বিস্তার লাভ করছে বিজেপি”
সোমবার, ৯ জুলাই ২০১৮



--- তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই রাজ্য বিস্তার লাভ করছে বিজেপি। মুখে বিজেপি বিরোধিতার কথা বললেও আদতে মমতার মধ্যে রয়েছে গেরুয়া প্রেম। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র।

নিজের বক্তব্যের স্বপক্ষে সোমবার একটি ফেসবুক পোস্ট করেছেন ওমপ্রকাশ বাবু। তিনি লিখেছেন, “বিজেপি-র জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা সমগ্র দেশ জুড়ে হ্রাস পাচ্ছে। ব্যতিক্রম হচ্ছে একমাত্র বাংলা। কিভাবে এবং কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন।”

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গড়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা। দেশের সকল ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় এসে লড়াই করার কথা বলেছেন তিনি। আঞ্চলিক দলগুলিকে নিয়ে গঠিত ফেডারেল ফ্রন্টের মাধ্যমে মাধ্যমে বিজেপি-কে পরাস্ত করার পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশের অনেক রাজনৈতিক দল মমতার এই তত্ত্বকে সমর্থন জানিয়েছে। তালিকায় ভারতের জাতীয় কংগ্রেসও রয়েছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি বিরোধী সকল রাজনৈতিক দলকে দেখা গিয়েছে এক মঞ্চে। রাহুল-সোনিয়ার সঙ্গে হাত মিলিয়ে জোটের বার্তা দিয়েছিলেন মমতা। বিজেপি বিরোধিতায় শীর্ষস্থানে থাকা তৃণমূল নেত্রী কেন সাহায্য করবেন বিজেপি-কে?

র কাছে এই প্রশ্নের জবাব দিয়েছেন ওমপ্রকাশ মিশ্র। পেশায় অধ্যাপক এই কংগ্রেস নেতার বক্তব্য, “বিজেপি-তৃণমূল যে গোপন আঁতাত রয়েছে তার বড় প্রমাণ হচ্ছে সারদা-নারদ কেলেঙ্কারিতে তদন্তের ধীর গতি।” গোপন সমঝোতা হয়ে গিয়েছে বলেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তদন্তে এখন আর বিশেষ গুরুত্ব দিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রকৃতপক্ষে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও দাবি করেছেন ওমপ্রকাশবাবু।

পরিসংখ্যান দিয়ে ওমপ্রকাশ মিশ্র আরও জানিয়েছেন যে ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গে দ্রুত বিস্তার লাভ করেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাখা-প্রশাখা। তাঁর আরও অভিযোগ, “রাজ্যে মৌলবাদী ও কট্টরপন্থীদের তৃণমূল মদত দিয়েছে। যার ফলে বিজেপি-র বাড়বাড়ন্তে অনেক সুবিধা হয়েছে।”

বিজেপি-তৃণমূল আঁতাত খুব অস্বাভাবিক বিষয় নয় বলেও দাবি করেছেন ওমপ্রকাশ মিশ্র। তাঁর মতে, “জন্মলগ্ন থেকেই বিজেপি-র সঙ্গে ছিল তৃণমূল কংগ্রেস। এনডিএ শরিক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন মমতা।” এই আঁতাতের কারণেই ২০১৬ সালে খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে ইতিহাস গড়ে বিজেপি-র দিলীপ ঘোষ জিতেছিলেন বলে দাবি করেছেন তিনি।

বঙ্গে বিজেপি বিস্তার লাভ করলে আসলে তৃণমূল কংগ্রেস লাভবান হবে বলেও দাবি করেছেন ওমপ্রকাশ মিশ্র। কারণ পশ্চিমবঙ্গে পদ্ম ফুলের পসার জমলে ঘাস ফুলের বিরোধী ভোট ভাগাভাগি হয়ে যাবে। তৃণমূল বিরোধী অনেক ভোট ঢুকবে বিজেপি-র পকেটে। যার ফলে দুর্বল হবে বাম-কংগ্রেস। যার ফলে আদতে তৃণমূলেরই লাভ হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতা ওমপ্রকাশ মিশ্র।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০৭   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ