পঞ্চায়েত ভোটের পর প্রথম উত্তরবঙ্গ সফরে মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » পঞ্চায়েত ভোটের পর প্রথম উত্তরবঙ্গ সফরে মমতা
সোমবার, ৯ জুলাই ২০১৮



------পঞ্চায়েত ভোটের পর এই প্রথম পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, সোমবার জলপাইগুড়ি জেলার সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে উত্তরকন্যায় প্রশাসনিক পর্যালোচনার বৈঠকে করবেন তিনি। এই সফরে দলীয় নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর৷

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সোজা চলে যাবেন উত্তরকন্যায়। সফরের প্রথম দিনেই জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এরপর তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে আলিপুরদুয়ারের। মঙ্গলবার, ১০ জুলাই কোচবিহার জেলার প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর ৷ বৈঠক হবে চ্যাংড়াবান্ধা কমিউনিটি হলে।

এ বার মুখ্যমন্ত্রী চা উপদেষ্টা কাউন্সিলের বৈঠকও করবেন বলে খবর। পঞ্চায়েত ভোটের পরে চা বলয়ও তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত বিধানসভা ভোটে চা বলয়ে তৃণমূলের ভাল ফল হলেও পঞ্চায়েত ভোটে বিজেপির বাড়বাড়ন্ত তাদের চিন্তায় ফেলেছে। চা অধ্যুষিত এলাকায় একটি জেলা পরিষদ আসন, পঞ্চায়েত সমিতি হাতছাড়া হয়েছে শাসক দলের। একাধিক গ্রাম পঞ্চায়েত দখলে গিয়েছে বিজেপির। তাই এবার চা-বলয়ের মন ভালোভাবে বোঝার চেষ্টা করতে পারেন মুখ্যমন্ত্রী৷

বাংলাদেশ সময়: ১৬:১৮:১৬   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ