প্রকাশ্যে মমতা বন্দনা করায় মৌসম-ডালুর উপর ক্ষুব্ধ অধীর-মান্নানরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রকাশ্যে মমতা বন্দনা করায় মৌসম-ডালুর উপর ক্ষুব্ধ অধীর-মান্নানরা
সোমবার, ৯ জুলাই ২০১৮



---লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গ পেতে চান তাঁরা৷ কোনও রাখঢাক না রেখে কয়েকদিন আগে সেকথা জানিয়েছেন মালদহের দুই সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও মৌসম নূর৷ রাহুল গান্ধীর কানেও সেকথা নিজেরাই তুলেছেন৷ আর তাতেই বেজায় চটেছে প্রদেশ কংগ্রেসের একটা অংশ৷ এবিষয়ে নিজেদের ঘনিষ্ট মহলে ক্ষোভ জানিয়েছেন অধীর চৌধুরী ও আব্দুল মান্নানরা৷

৬ জুলাই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ডাকে দিল্লি যাওয়ার আগে বরকত গণিখান চৌধুরীর পরিবারে দুই সংসদ সদস্য আবু হাসেম খান চৌধুরী ও মৌসম নূর লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত ধরতে চেয়েছেন৷ তাঁরা প্রকাশ্যে বলেছেন, ‘‘আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতে চাই না। কিন্তু বিজেপিকে জাতীয় স্তরে সরাতে গেলে কংগ্রেসের মমতাকে প্রয়োজন বলে মনে করছি।’’ এমনকি, রাহুল গান্ধীর কাছেও ডালুবাবু সেকথা জানিয়েছেন৷ সূত্রের খবর, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছেও তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার জন্য তদ্বির করেন ডালুবাবু৷

মৌসম ও ডালুবাবুর এহেন তৃণমূলপ্রীতি ভালো চোখে দেখছেন না প্রদেশ কংগ্রস সভাপতি অধীর চৌধুরী ও কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷ এমনিতে এই দুজনের সম্পর্কে দূরত্ব থাকলেও একটি বিষয়ে তাঁরা দুজনেই একমত৷ অধীর ও মান্নান, দুজনেই আলাদা আলাদাভাবে একাধিকবার রাহুল গান্ধীর কাছে সিপিএমের সঙ্গে জোটে আগ্রহ প্রকাশ করেছেন৷ তৃণমূলের বিরুদ্ধে দুজনেই সুর চড়িয়ে যাচ্ছে তখন মাঝপথে হঠাৎ করে দলের দুই সাংসদ উল্টোপথে হাঁটায় অস্বস্তিতে পড়েছেন তারা৷

সূত্রের খবর, অধীর চৌধুরী ও আব্দুল মান্নান ঘনিষ্ট মহলে ক্ষোভ জানিয়েছেন৷ অধীররঞ্জন চৌধুরী ও আব্দুল মান্নান আগেই জানিয়ে দিয়েছেন, রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা হলে মূল বিরোধী দল হিসেবে বিজেপি ফায়দা লুটবে৷

অধীর চৌধুরীর ঘনিষ্ট এক নেতার কথায়, “পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা করতে বিধানভবনে প্রদেশ সভাপতি দলের বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতিদের নিয়ে একটা বৈঠক করেছিলেন৷ সেই বৈঠকে ডালুবাবু তো তৃণমূলের বিরোধীতাই করেছিলেন৷ হঠাৎ তার মন ঘুরে গেল কেন বুঝতে পারছি না৷”

উল্লেখ্য, সম্প্রতি গণিখান চৌধুরীর পরিবারে এইদুই সংসদ সদস্যের তৃণমূলে যোগদান ঘিরে জল্পনা তৈরি হয়েছে৷ যদিও দুজনেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন৷ প্রদেশ কংগ্রেসের এক নেতার কটাক্ষ, “আসলে পঞ্চায়েত নির্বাচনে ওনারা নিজেদের এলাকায় তৃণমূলের বাড়বাড়ন্তটা টের পেয়েছেন৷ লোকসভায় নিজেদের আসনটা নিশ্চিত করতেই তাই তৃণমূলের দিকে এখন ঝুঁকে কথা বলছেন৷ দলের স্বার্থের কথা ভুলে গিয়ে এখন নিজেদের স্বার্থের কথা ভাবছেন৷” রাজনৈতিক মহলের মতে, প্রদেশ কংগ্রেসের এই ঘরোয়া কোন্দল আখেরে তৃণমূলের হাত শক্ত করছে৷

বাংলাদেশ সময়: ১৬:২১:২২   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ