দশম জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৮৮তম বৈঠক আজ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, মোঃ রুস্তম আলী ফরাজী এবং মোঃ আফসারুল আমীন অংশগ্রহণ করেন।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২০১০-১১ অর্থ বছরের হিসেবের উপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কমপ্লায়েন্স নিরীক্ষা প্রতিবেদন ২০১১ -২০১২ এ অন্তর্ভুক্ত আপত্তির অনুচ্ছেদ ১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯,২০,২১, ২২ ও ২৩ মোট ১১ টি অডিট আপত্তির সংগে জড়িত সর্বমোট ৫,৮৮,২৯, ৮৭১/- ( পাঁচ কোটি আঠাশি লক্ষ উনত্রিশ হাজার আটশত একাত্তর) টাকার অডিট আপত্তি নিয়ে আলোচনা হয় এবং অডিট আপত্তিগুলো কমিটি কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
বৈঠকে বান্দরবানস্থ মিরিঞ্জা প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বাছাই ছাড়াই প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়িত না হওয়ায় এ পর্যন্ত এ খাতে ১ কোটি ৪২ লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে পার্বত্য এলাকার সাথে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ বৃদ্ধির জন্য আগামী ০৬(ছয়) মাসের মধ্যে নতুন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে টেকনাফস্থ পর্যটন হোটেল নেটং পরিচালনা চুক্তি স্বাক্ষর , চুক্তির শর্ত ভংগ এবং ভ্যাট, ট্যাক্সও প্রিমিয়াম শর্তানুযায়ী আদায়ে ব্যর্থতায় ক্ষতি ৩৪ লক্ষ ০৩ হাজার ১২ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে দায়েরকৃত মামলার তদারকী বৃদ্ধির পাশাপাশি অনাদায়ী টাকা ৬ মাসের মধ্যে আদায়পূর্বক অগ্রগতি অডিটের মাধ্যমে কমিটিকে জানানোর সুপারিশ করা হয়।
বৈঠকে গলফার্স ইন রেস্তোরা ও বার কুর্মিটোলা গলফ ক্লাবের নিকট হস্তান্তরের পর বাংলাদেশ পর্যটন করপোরেশন এর মালামাল ফেরৎ না আনাতে ক্ষতি ২৫ লক্ষ ৫১ হাজার ৯শত ০৯ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে পর্যটনকে আসবাবপত্রগুলো দান হিসেবে গলফ ক্লাবকে প্রদানের এবং একটি বার লাইসেন্স এর আবেদন করার পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে আর্নেস্ট মানি বাজেয়াফত করার পর অনিয়মিতভাবে ইজারা চুক্তি সম্পাদন, চুক্তির শর্ত লংঘন এবং পাওনা অর্থ আদায়ে ব্যর্থতায় ক্ষতি ১৬ লক্ষ ১৪ হাজার ৩ শত ৬৪ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে দায়েরকৃত মামলার তদারকী বাড়ানোর সুপারিশ করা হয়।
বৈঠকে যথাযথ মনিটরিং ব্যবস্থার অভাবে ইজারা চুক্তি বাতিল হলেও পাওনা অর্থ আদায়ে ব্যর্থতায় ক্ষতি ১১ লক্ষ ৬০ হাজার ৩ শত ৬৭ টাকা মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে অনধিক ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের নিকট থেকে টাকা আদায়ের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।
বৈঠকে সার্ভিস চার্জের উপর উৎসে কর কর্তন করে সরকারি কোষাগারে জমা না করায় রাজস্ব ক্ষতি ১ কোটি ৭০ লক্ষ ৩৭ হাজার ৯শত ৩৪ টাকা, চাহিদাকৃত স্পেসিফিকেশন মোতাবেক গাড়ী সরবরাহকারী মেসার্স র্যাংগস মোটর কর্তৃক অফার প্রদান করা হলেও নন রেসপনসিভ ঘোষণা করে ২য় পুনঃ টেন্ডার করে একই সরবরাহকারী থেকে একই স্পেসিফিকেশনের গাড়ী বেশী মূল্যে ক্রয় করায় ক্ষতি ৩৫ লাখ ০৫ হাজার টাকা, অনিয়মিতভাবে পদবী চরিবর্তন করে দপ্তরাদেশ শর্ত উপেক্ষা করে জনাব টি এম রেজাউল করিম উপ ব্যবস্থাপক(অর্থ) কে বেতন ভাতা বাবদ ১০ লাখ ০৮ হাজার টাকা অতিরিক্ত পরিশোধ,সরকারি মালিকানাধীন কোম্পানী হওয়া শর্তেও বাংলাদেশ সার্ভিসেস লিঃ এর কর্মচারীদের আন্তর্জাতিক চেইন ম্যানেজমেন্ট হোটেলের কর্মচারিদের অনুরুপ বেতন কাঠামোতে অনিয়মিতভাবে বেতন পরিশোধ, স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী প্রতিষ্ঠান কর্তৃক ভ্যাট জমা প্রদান না করায় সরকারের রাজস্ব ক্ষতি ২৬ লাখ ০৫ হাজার ২শত ৮৫ টাকা এবং বিএসএল আবাসিক কমপ্লেক্সের ন্যুনতম ফ্ল্যাট ভাড়া নির্ধারন না করায় ক্ষতি ১ কোটি ১৬ লাখ ৬৪ হাজার মর্মে উত্থাপিত অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে আপত্তিগুলো নিষ্পত্তির সুপারিশ করা হয়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব , ডেপুটি সিএন্ডএজি মোঃ জাকির হোসেন, অডিট অফিস এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:৩৫:২৮ ৩২৪ বার পঠিত