তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি স্পীকারের আহবান

প্রথম পাতা » ছবি গ্যালারী » তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি স্পীকারের আহবান
মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮



---নিউজটুনারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, স্বাস্থ্যখাতের উন্নয়নের সুফল তৃণমূলে পৌছাতে হবে। জনগণের দোরগোড়ায় এ সেবা পৌছে দিতে চিকিৎসকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তৃণমূল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের প্রতি উদাত্ত আহবান জানান।

তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্ট আয়োজিত ৭৩তম ডিএমসি দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি বক্তব্য রাখেন।

স্পীকার বলেন, ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার ক্ষেত্রে একটি অনন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে এ প্রতিষ্ঠানের রয়েছে গৌরবোজ্জল ভূমিকা। ডিএমসি’র শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে- - যা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

ডা. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক সকল সূচকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন করেছে- যাতে চিকিৎসকদের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণেও সক্ষম হবে।

বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন স্বাস্থ্যখাতের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। এখাতে সরকারের সফলতা ধরে রাখতে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একসাথে কাজ করার আহবান জানান।

ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্ট এর চেয়াম্যান ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ শফিকুল আলম চৌধুরী’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. টি এ চৌধুরী, জাতীয় অধ্যাপক ডা. শায়লা খাতুন, ডিএমসি’র অধ্যক্ষ ডা. মোঃ আবুল কালাম আজাদ, বিএসএমএমইউ’র ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া এবং ডা. মোদাচ্ছের আলী।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময়ে স্পীকার ডিএমসি’র কৃতি শিক্ষার্থী ডা. নুঝাত তাবাসসুম এর হাতে স্বর্ণপদক তুলে দেন।

বাংলাদেশ সময়: ২০:২৩:৪৯   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ