‘জঙ্গিমাদকের প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ স্লোগানকে নিয়ে মাদক বিক্রেতাদের ‘লালকার্ড’ দেখালো ফরিদপুর জেলা পুলিশ।
বুধবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে মাদক কে না বলুন ব্যানারে শহরের বণার্ঢ্য র্যালি বের করা হয়। আসুন সমাজ থেকে সবাই মিলে মাদককে ‘লালকার্ড’দেখাই, মাদকমুক্ত ফরিদপুর গড়ি প্রতিপাদ্য নিয়ে র্যালি কোতোয়ালি থানা থেকে বের হয়ে শহরের জনতা ব্যাংক মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয় ।
পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের নেতৃত্বে র্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, গোলাম মোস্তাফা, কোতোয়ালি থানার ওসি এএফএম নাসিম, ডিবি ওসি রাকিব হোসেন, ট্রাফিক ইন্সেপেক্টর খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার এসময় বলেন, খেলার মাঠ থেকে যেমন ‘লালকার্ড’দেখিয়ে রেফারি দুষ্টু খেলোয়ারকে বের করে দেয়, তেমনি আমরা সমাজ থেকে ফরিদপুর থেকে মাদক বিক্রেতা ও এর সঙ্গে সংশ্লিষ্টদের ফরিদপুর থেকে বের করে দিতে চাই । আজকের এই র্যালি জঙ্গি মাদক কারবারি ও সন্ত্রাসীদের সতর্ক বার্তা।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:৩২ ৩১৪ বার পঠিত