ইরানে বাসের সঙ্গে আলকাতরাবাহী ট্যাংকারের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বুধবার সকালে রাজধানী তেহরান থেকে ৪০০ কিলোমিটার দূরে কুর্দিস্তান প্রদেশের সানান্দাজ শহরে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্যাংকারটি বাসের উপরে উঠে যায়। দুর্ঘটনার পরই দুটি গাড়িতেই আগুন ধরে যায়।
বাসের চালক জানান, যাত্রী তোলার জন্য বাসটি দাঁড়িয়ে ছিলো। এ সময় ট্যাংকারটি হঠাৎ করে বাসে আঘাত করে।
এ ঘটনায় তিন দিনের শোক প্রকাশ করেছে কুর্দিস্তান প্রদেশ। দেশটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা উদ্বেগজনক। ২০১৭ সালের মেতে দেশটির পত্রিকা ফিন্যান্সিয়াল ট্রিবিউন বার্ষিক রিপোর্টে দেখা যায়, ইরানে বছরে সড়ক দুর্ঘটনায় ২০ হাজারেরও বেশি লোক নিহত এবং আট লক্ষাধিক লোক আহত হয়।
বাংলাদেশ সময়: ১৫:২৪:৫৪ ২৮২ বার পঠিত