চট্টগ্রামে গুলিতে তিন ‘মাদক কারবারি’ নিহত

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে গুলিতে তিন ‘মাদক কারবারি’ নিহত
বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮



---চট্টগ্রাম নগরের খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন, যারা মাদক কারবারে জড়িত বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন-আনোয়ার হোসেন এবং ডালিম শেখ।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান জানান, কুমিল্লা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেটকারে মাদক আনার খবর পেয়ে রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় তল্লাশি চালানোর জন্য একটি কারকে থামানোর চেষ্টা করা হলে প্রাইভেটকারটি থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এছাড়া প্রাইভেটকারটি থেকে ১২০ কেজি গাঁজা ও দুটি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ডালিমের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ি ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় দুটি এবং জাকিরের বিরুদ্ধে ঢাকার ওয়ারী থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪:১৭:৩২   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ