স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে এবার আনা হল প্রাক্তণ খেলোয়াড়দেরও

প্রথম পাতা » আন্তর্জাতিক » স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে এবার আনা হল প্রাক্তণ খেলোয়াড়দেরও
বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮



---রাজ্যস্তরে বিভিন্ন ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জেলার যাঁরা খেলেছেন সেই সকল প্রাক্তন খেলোয়াড়দেরও এবার থেকে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আনা হল। বুধবার বালুরঘাট স্টেডিয়ামে এবিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল৷

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রাজেন কিস্কু, সুজিত রায়, ভলিবল খেলোয়াড় মিঠুন বর্মন, এথেলেটিক্স রঞ্জন মাহাতো ও টেবিল টেনিস প্লেয়ার রতন ঘোষ সহ জেলার প্রতিটি ব্লকের প্রাক্তণ খেলোয়াড়রা৷

পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রথম স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে আসতে চলেছেন খেলাধূলায় কৃতীরা। খেলাধূলার মান উন্নয়ন ও খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষা করতেই রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পকে হাতিয়ার করেছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। জেলার প্রাক্তন খেলোয়াড়দের এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে৷ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রাক্তন খেলোয়াড়রা বিনা খরচে চিকিৎসা করাতে পারবেন৷ প্রকল্পের আওতাধীন হাসপাতাল ও বেসরকারী নার্সিংহোমে চিকিৎসা করাতে স্বাস্থ্যসাথীর কার্ডধারীদের কোন খরচ লাগবে না।

এদিনের অনুষ্ঠানে প্রাক্তন খেলোয়াড়দের স্বাস্থ্যসাথী প্রকল্পের সম্পর্কে বিস্তারিত জানান দক্ষিণ দিনাজপুর জেলার নোডাল অফিসার হেমন্ত৷ প্রাক্তণ খেলোয়াড়দের এই প্রকল্পের অধীনে আনার উদ্যোক্তা হলেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব গৌতম গোস্বামী৷ তিনি জানিয়েছে, ক্রীড়া ক্ষেত্রে বাংলা তথা দেশের সুনাম বৃদ্ধি করার জন্য সবার আগে খেলোয়াড়দের ভবিষ্যৎ সুনিশ্চিত করা দরকার৷ পাশাপাশি, যাঁরা অতীতে খেলাধূলায় সুনাম অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন তাঁদেরও জন্য কিছু করা উচিত।

সেই ভাবনা থেকেই রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পকে কাজে লাগানোর চিন্তাভাবনা আসে গৌতমবাবুর মনে৷ এই প্রকল্পের মাধ্যমে প্রাক্তন খেলোয়াড়দের চিকিৎসার ক্ষেত্রে সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে তিনি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন৷ আলোচনা করে প্রকল্পটি নিয়ে কর্মশালার আয়োজন করেন তাঁরাই৷

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৫৫   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ