তৈরি পোশাক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পখাত - শিল্পমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তৈরি পোশাক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পখাত - শিল্পমন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮



---তৈরি পোশাক শিল্পকে বাংলাদেশের অর্থনীতির শীর্ষ গুরুত্বপূর্ণ শিল্পখাত
হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের
উদীয়মান এ শিল্পখাত নিয়ে অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল এবং এখনও আছে।
এখাতে রপ্তানি প্রবৃদ্ধি ঠেকাতে প্রতিযোগিরা তৎপর রয়েছে। তবে কোনো
অপতৎপরতা বাংলাদেশের শিল্পখাতের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে না বলে তিনি
মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৈরি
পোশাক এবং চামড়া শিল্প সংশ্লিষ্ট ‘প্রিন্ট টেক বাংলাদেশ’ গারটেক্স বাংলাদেশ
এবং ‘বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো’ ত্রিমাত্রিক আন্তর্জাতিক
প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। বাংলাদেশ
ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিআইএএ) এবং লিমরা ট্রেড
ফেয়ারস্ধসঢ়; অ্যান্ড এক্সিবিশনস (প্রাঃ) লিমিটেড যৌথভাবে এর আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা সত্ত্বেও বাংলাদেশের
তৈরি পোশাক শিল্পখাতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। বাংলাদেশ এখন
তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। ২০১৭-১৮
অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ৩০.৬১
বিলিয়ন মার্কিন ডলার। ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ ছিল ২৮.১৫ বিলিয়ন
মার্কিন ডলার। বহির্বিশ্বে একই ধরনের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও সরকার
এবং উদ্যোক্তাদের দৃঢ়তায় বাংলাদেশি চামড়া শিল্পখাত অব্যাহত প্রবৃদ্ধির পথে
এগিয়ে যাচ্ছে। গত এক দশকে জুতা রপ্তানির পরিমাণ ৭ গুণ বেড়েছে। সদ্য
বিদায়ি অর্থবছরে বাংলাদেশ জুতা রপ্তানির লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বলে তিনি
জানান।
আমির হোসেন আমু বলেন, রপ্তানি আয়, কর্মসংস্থান সৃষ্টি, মূল্য
সংযোজন ও জনগণের জীবন মানোন্নয়নে তৈরি পোশাক ও চামড়া শিল্পের ব্যাপক
অবদান রয়েছে। শিল্পখাত দু’টির ধারাবাহিক উন্নতির জন্য সরকার নিরলসভাবে
কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে গার্মেন্টস শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকদের
নিরাপত্তা জোরদার, ন্যূনতম মজুরি নির্ধারণ, শিল্প কারখানা মনিটরিং, ২০১৩
সালের শ্রম আইন সংশোধনসহ উল্লেখ্যযোগ্য কমপ্লায়েন্স বাস্তবায়ন করা
হয়েছে।
বিআইএএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম খান,
বিএফএলএলএফইএ’র প্রতিনিধি শাহজালাল মজুমদার, বিজিএপিএমইএ’র
সভাপতি মো. আব্দুল কাদের খান, বিইএমইএ’র সভাপতি মো. শাহনেওয়াজ
চৌধুরী, বাংলাদেশ কটন এসোসিয়েশনের সভাপতি মেহেদী আলী, বাংলাদেশ

সাইন ম্যাটারিয়ালস অ্যান্ড মেশিনারিজ ইম্পোর্টারস এসোসিয়েশনের
সভাপতি হোসেন মোহাম্মদ ইমরান এবং লেদার ইঞ্জিনিয়ারস এন্ড টেকনোলজিষ্ট
সোসাইটি বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এ কে এন মুশফিকুর রহমান
অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৪৯   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ