বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির পন্থা উদ্ভাবন করতে হবে - আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির পন্থা উদ্ভাবন করতে হবে - আইনমন্ত্রী
বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮



---আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমানে দেশের
আদালতসমূহে বিচারাধীন মামলা রয়েছে প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার। শুধু প্রচলিত বিচার
ব্যবস্থার মাধ্যমে এত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। এই বিশাল মামলা জট
নিরসনে বিকল্প পদ্ধতিতে দ্রুত মামলা নিষ্পত্তির কার্যকর পন্থা উদ্ভাবন করতে হবে।
আজ ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাপান আন্তর্জাতিক
সহযোগিতা সংস্থা (জাইকা) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আয়োজিত
বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মামলা জট নিরসনের জন্য প্রথমেই আমাদের সঠিকভাবে মামলা
ব্যবস্থাপনা করতে হবে, প্রচলিত মামলা ব্যবস্থাপনাতে পরিবর্তন আনতে হবে। দেওয়ানি
কার্যবিধি অনুসারে বিচারপূর্ব শুনানি ও প্রকৃত বিরোধ নির্ধারণ করা হলে,
দেওয়ানি মামলা দ্রুততম সময়ে বিকল্প পদ্ধতিতে কিংবা সাক্ষ্য গ্রহণের মাধ্যমে
নিষ্পত্তির পথ সহজ হবে। এ জন্য প্রয়োজন বিচারকদের আইনের বিধান যথাযথভাবে
অনুসরণ করা এবং আইনজীবীগণকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা।
মন্ত্রী আরো বলেন, বিভিন্ন কারণে বর্তমানে দেওয়ানি ও ফৌজদারি উভয়
প্রকৃতির মামলা দায়েরের হার বৃদ্ধি পাচ্ছে। এ হার বিকল্প উপায়ে নিষ্পত্তির লক্ষে দেওয়ানি
কার্যবিধি সংশোধন করে এতে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান প্রবর্তন করা
হয়েছে। কিন্তু বিকল্প পদ্ধতিতে মামলা নিষ্পত্তির সংখ্যা পর্যালোচনায় দেখা যায় যে
আইনের উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এখন আশানুরূপ সাফল্য অর্জন করতে পারিনি। এ
পদ্ধতিকে কার্যকর ও গতিশীল করার লক্ষে জাপানের আর্থিক ও কারিগরি সহযোগিতায়
প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হবে।
আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা
খালেদ, জাপানের চুকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজুতো ইনাবা, জাপানের বিচার
মন্ত্রণালয়ের গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ প্রতিনিধি হিরোইকি ইতো,
আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার শাহা ও উম্মে কুলসুম বক্তৃতা
করেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:০০   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ