জেলা প্রশাসকদের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলা প্রশাসকদের জন্য ‘ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক কর্মশালা
শুক্রবার, ২৭ জুলাই ২০১৮



---নিউজটুনারায়ণগঞ্জঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন,
‘ডিজিটাল বাংলাদেশ’ তথা তথ্য ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে জেলা
প্রশাসকগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ১২০০ ইউনিয়নে দ্রুতগতির
ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি
বাড়িতে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার লক্ষে কাজ করছে। ইনফো সরকার-৩ এর মাধ্যমে
ইতিমধ্যে ২ হাজার ৬ শ’ ইউনিয়নে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার কাজ শেষ
পর্যায়ে। চলতি বছরেই দ্বীপসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যাংক ইন্টারনেট সেবা
পৌঁছে দেয়া হবে। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের লক্ষে ইডিসি প্রকল্পের আওতায়
জেলা পর্যায়ে সরাসরি ইন্টারনেট সংযোগ দেয়া যাবে। তিনি জেলা প্রশাসকদের
ইন্টারনেট সংযোগ সংশ্লিষ্ট যে কোন সমস্যায় তাঁর সাথে সরাসরি যোগাযোগ
করার জন্য আহ্বান জানান।
মন্ত্রী আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রিপরিষদ বিভাগ,
জনপ্রশাসন মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও একসেস টু ইনফরমেশন
(এটুআই) প্রোগ্রামের যৌথ আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক কর্মশালার
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডিজিটাল বাংলাদেশ
বাস্তবায়নের অগ্রগতি ও মাঠ প্রশাসনের করণীয় নির্ধারণ করাই ছিল এই কর্মশালার
মূল উদ্দেশ্য।
কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, বাংলাদেশ সরকারের
যুগ্ম সচিব এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান
(পিএএ), এটুআই প্রোগ্রামের পলিসি এডভাইজার আনীর চৌধুরী, দেশের সকল
বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, এটুআই
প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সূচনা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি তাঁর বক্তব্যে
বলেন, জেলা ও মাঠ পর্যায়ে প্রশাসকদের নিবিষ্ট নেতৃত্বে বাংলাদেশ জাতিসংঘ
ঘোষিত ই-গভর্নেন্স ইনডেস্কে বিগত চার বছরে ২৩ ধাপ এগিয়ে ১১৫তম অবস্থানে
এসেছে। তিনি জেলা প্রশাসকদের ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের
অগ্রসৈনিক’ বলে অভিহিত করেন। তিনি আরো বলেন, ডিজিটাল সেবার ফলে দেশের
সকল শ্রেণি-পেশার মানুষ ২৪ ঘন্টা সেবা পাচ্ছেন। জেলা প্রশাসকগণের উদ্ভাবনী
ক্ষমতা ও সৃজনশীলতার জন্যই জনগণ এখন নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছেন। এ সময় দেশের সকল
বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, এটুআই
প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫৯:০৬   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ